Ajker Patrika

চট্টগ্রাম-৯ আসনে মাইনরিটি পার্টির ‘ভোটার সংলাপ’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম-৯ আসনে মাইনরিটি পার্টির ‘ভোটার সংলাপ’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) সংসদীয় আসনের সচেতন ভোটার ফোরামের উদ্যোগে ‘ভোটার সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এই সংলাপ অনুষ্ঠিত হয়। 

এই সংসদীয় আসনের বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের অংশগ্রহণে এ সংলাপে অতিথি ছিলেন—অ্যাডভোকেট মিলন কান্তি মহাজন, অ্যাডভোকেট যীশু কৃষ্ণ রক্ষিত, লায়ন বিপুল বরণ লোধ, সংগঠক রণজিত সিকদার, অলোক চক্রবর্তী, দয়াময় আচার্য ডালিম, সমাজ সংগঠক অশোক চক্রবর্তী, অ্যাডভোকেট অনুপ আইচ টিটু, তুহিন চক্রবর্তী, অ্যাডভোকেট মানিক কুমার সেন, অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের বিজয়ার সভাপতি অভিজিত রায় পুলক প্রমুখ। 

সংলাপে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ মাইনরিটি পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি শচিন্দ্র লাল দে। তিনি বলেন, ‘একটি সম্প্রদায়ের মানুষ রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হচ্ছে। একই সংবিধানের অনুগত, একই ভূখণ্ডে বসবাসরত, একটি সম্প্রদায়ের মানুষের সঙ্গে প্রবঞ্চনা করা হচ্ছে। তাই আসুন-মৌলিক অধিকার প্রতিষ্ঠায়, দুর্নীতিমুক্ত সরকার প্রতিষ্ঠার দাবিকে বেগবান করতে, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নিরপেক্ষ ব্যক্তিকে নির্বাচিত করে সংসদে পাঠাই।’ 

পরিতোষ দেবনাথের সঞ্চালনায় বক্তারা বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে সামাজিক নিরাপত্তা ও মৌলিক অধিকার নিয়ে বাঁচার দাবি জানাই। নিরাপদ, যোগ্য বাংলাদেশ দেখার আশা ব্যক্ত করেন তারা। 

সংলাপ শেষে উপস্থিত সকলে হাত তুলে চট্টগ্রাম-৯ আসন থেকে শচিন্দ্র লাল দে কে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সমর্থন জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

রামদা হাতে ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

হাসিনাকে হটানো র‍্যাপ-মিম বদলে দিচ্ছে বাংলাদেশের রাজনীতি

এনআইডি প্রকল্পে দুর্নীতি: কে এই রহস্যময় ‘মিস্টার জি’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত