Ajker Patrika

সুন্দরগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। আহত হয়েছেন চাচি ও চাচাতো ভাই।

মর্মান্তিক এ ঘটনা ঘটেছে শুক্রবার (১১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মাঝবাড়ী পাড়ায়। নিহত জিয়ারুল ইসলাম ওই গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে মো. ইব্রাহীম আলী তাঁর মা নছিরন বেওয়াকে গালমন্দ করেন। এতে প্রতিবাদ করেন ছোট ভাই জিয়ারুল ইসলাম। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইব্রাহীম আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (২২) ধারালো ছুরি দিয়ে চাচা জিয়ারুল ইসলামকে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ সময় বাধা দিতে গেলে জিয়ারুল ইসলামের স্ত্রী মোছা. আছমা বেগম (৩৫) ও ছেলে মো. ইসমাইল হোসেনকেও (১৭) ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় মা-ছেলেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ শনিবার সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে ঘাতক সাইফুল ইসলাম পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

হাসিনাকে হটানো র‍্যাপ-মিম বদলে দিচ্ছে বাংলাদেশের রাজনীতি

চিকিৎসককে হেনস্তা বিএনপি নেতার, প্রতিবাদ করলে নারীকে মারধর

সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত