সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। আহত হয়েছেন চাচি ও চাচাতো ভাই।
মর্মান্তিক এ ঘটনা ঘটেছে শুক্রবার (১১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মাঝবাড়ী পাড়ায়। নিহত জিয়ারুল ইসলাম ওই গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে মো. ইব্রাহীম আলী তাঁর মা নছিরন বেওয়াকে গালমন্দ করেন। এতে প্রতিবাদ করেন ছোট ভাই জিয়ারুল ইসলাম। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইব্রাহীম আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (২২) ধারালো ছুরি দিয়ে চাচা জিয়ারুল ইসলামকে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ সময় বাধা দিতে গেলে জিয়ারুল ইসলামের স্ত্রী মোছা. আছমা বেগম (৩৫) ও ছেলে মো. ইসমাইল হোসেনকেও (১৭) ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় মা-ছেলেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ শনিবার সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে ঘাতক সাইফুল ইসলাম পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। আহত হয়েছেন চাচি ও চাচাতো ভাই।
মর্মান্তিক এ ঘটনা ঘটেছে শুক্রবার (১১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মাঝবাড়ী পাড়ায়। নিহত জিয়ারুল ইসলাম ওই গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে মো. ইব্রাহীম আলী তাঁর মা নছিরন বেওয়াকে গালমন্দ করেন। এতে প্রতিবাদ করেন ছোট ভাই জিয়ারুল ইসলাম। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইব্রাহীম আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (২২) ধারালো ছুরি দিয়ে চাচা জিয়ারুল ইসলামকে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ সময় বাধা দিতে গেলে জিয়ারুল ইসলামের স্ত্রী মোছা. আছমা বেগম (৩৫) ও ছেলে মো. ইসমাইল হোসেনকেও (১৭) ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় মা-ছেলেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ শনিবার সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে ঘাতক সাইফুল ইসলাম পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।
ছেলের পরকীয়া ঠেকাতে এয়ার ট্রাফিক সেন্টারে ফোন কল করে বিমানের ফ্লাইটে বোমা আছে বলে মিথ্যা তথ্য দেন এক মা। তাঁর উদ্দেশ্য ছিল ছেলে যেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে নেপালের কাঠমান্ডু যেতে না পারেন। ওই মাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
৩৫ মিনিট আগেযদি দুই দিনের মধ্যে এদের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা না নেয়, তাহলে পরবর্তীতে বড় ধরনের আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। সেই সাথে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে একটি বাঁশ ও একটি লাঠি রাখার নির্দেশ দেন ব্যবসায়ী নেতারা।
৪০ মিনিট আগেস্বামীর কবরে পাশে বার বার মুর্ছা যাচ্ছেন স্ত্রী লাকী আক্তার। কবরের মাটি ছুয়ে বার বার বলছেন, আমার স্বামীকে কেন এমন নির্মমতার শিকার হতে হলো। আমার ছেলে মেয়েদের এভাবে এতিম হতে হলো। আমি কিভাবে ওদের মানুষ করবো। এই নির্মমতার কি কোন বিচার করবে এই দেশের মানুষ?
১ ঘণ্টা আগেপ্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ভোরে সীমান্ত এলাকায় ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা গুলি ছোড়ে। গুলিটি ভুক্তভোগীর কোমরের ওপর দিয়ে এফোঁড়-ওফোঁড় হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের। নিহত ব্যক্তির নাম রাসেল বলে জানানো হলেও তার পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
১ ঘণ্টা আগে