Ajker Patrika

চবির সাংবাদিকতা বিভাগের দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু

চবি প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২২, ০১: ১৬
চবির সাংবাদিকতা বিভাগের দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্মানভিত্তিক ডয়েচে ভেলে একাডেমির যৌথ আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে ‘IDEATHON: Constructive Journalism in Bangladesh’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। 

এর আগে, সকাল ৯টা থেকে কর্মশালার মূল অংশগ্রহণকারীদের নিয়ে সংরক্ষিত একটি সেশন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সেশনে বিভাগে অধ্যয়নরত বিভিন্ন বর্ষের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

বাংলাদেশে গঠনমূলক সাংবাদিকতার চর্চা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করার প্রয়াসে অনুষ্ঠিত হচ্ছে এ কর্মশালা। দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থী, তিনটি মূলধারার গণমাধ্যমের সাংবাদিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, সিএজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, চট্টগ্রামের স্থানীয় সাংবাদিক, ক্যাম্পাস সাংবাদিক সিএজে-সিইউ-এর কমিউনিটি রেডিও অনুশীলনকারী, উন্নয়ন পেশাজীবী এবং নিউজরুম ম্যানেজারসহ অনেকেই এই এ কর্মশালায় অংশগ্রহণ করেন। 

উদ্বোধনী পর্বে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি শহীদুল হক সভাপতিত্ব করেন। বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর সম্পাদক ও সাম্প্রতিক সময়ে একুশে পদকপ্রাপ্ত এম এ মালেক, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী ও ডয়েচে ভেলের বাংলাদেশ-ইন্ডিয়া-আফগানিস্তান এর প্রোগ্রাম ডিরেক্টর প্রিয়া এসেলবর্ন। 

শুভেচ্ছা বক্তব্য দেন কর্মশালার আহ্বায়ক প্রফেসর ড. সহিদ উল্যাহ। একুশে পদক পাওয়ায় এম এ মালেককে শুভেচ্ছা জানিয়ে লিখিত পত্র পাঠ করেন বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন। এ সময় অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আজাদীর সম্পাদক এম এ মালেককে ফুল দিয়ে বরণ করে নেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় ছাত্র উপদেষ্টা রাজীব নন্দী ৷ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত