প্রতিনিধি, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হককে অবরুদ্ধ করার প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি কোদালার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করার এক পর্যায়ে আওয়ামী লীগ–যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, কোদালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল জব্বার, সাবেক সাধারণ সম্পাদক দিলদার আজম লিটন ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মুহিব্বুল্লাহ। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় মুহিবুল্লাহকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। বাকি দুই জন রাঙ্গুনিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হেফাজত নেতা মামুনুল হকের পক্ষে নানা স্লোগান দিয়ে মিছিলটি বের হয়। কিছু মাদ্রাসা শিক্ষার্থীর পাশাপাশি সাধারণ মানুষকেও মিছিলে দেখা যায়। অনেকের হাতে লাঠিসোটাও ছিল৷ মিছিলটি রাত পৌনে ৯টার দিকে কোদালা ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে শুরু হয়ে পূর্ব কোদালা ৬নং ওয়ার্ড পর্যন্ত আসে। পরে ৫নং ওয়ার্ড দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে এলে সংঘর্ষ শুরু হয়।
মিছিলটি হেফাজতের ছিল কিনা জানতে চাইলে হেফাজত ইসলামের নেতা নুরুল আজিম বলেন, কোদালায় আমাদের এই ধরনের পূর্ব নির্ধারিত কোনো প্রোগ্রাম ছিল না। মাদ্রাসাও বন্ধ। তবে কারা এই মিছিল করেছে তা আমাদের জানা নেই।
কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম দাবি করেন, হেফাজত নেতা মামুনুল হকের ঘটনাকে ইস্যু বানিয়ে কোদালায় বিএনপি মিছিল বের করে। মিছিল থেকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আমাদের তিনজনকে গুরুতর আহত করে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
আহত যুবলীগ নেতা আবদুল জব্বার অভিযোগ করেন, বিএনপি নেতারা মিছিলটি বের করে। তারা কয়েকজন রিকশা নিয়ে বাড়ি যাচ্ছিলেন। এসময় অতর্কিতে হামলা করেন। হামলায় তিনি বুকে প্রচণ্ড আঘাত পেয়েছেন। দিলদার ও মুহিবুল্লাহও গুরুতর আহত হয়।
একই কথা বলেন কোদালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার।
রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব মিল্কী জানান, কোদালায় সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক ইস্যুতে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নে মিছিল হয়েছে।
উল্লেখ্য, গতকাল শনিবার সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জের একটি বিলাসবহুল হোটেলে এক নারীসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মীরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে যায়।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হককে অবরুদ্ধ করার প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি কোদালার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করার এক পর্যায়ে আওয়ামী লীগ–যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, কোদালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল জব্বার, সাবেক সাধারণ সম্পাদক দিলদার আজম লিটন ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মুহিব্বুল্লাহ। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় মুহিবুল্লাহকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। বাকি দুই জন রাঙ্গুনিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হেফাজত নেতা মামুনুল হকের পক্ষে নানা স্লোগান দিয়ে মিছিলটি বের হয়। কিছু মাদ্রাসা শিক্ষার্থীর পাশাপাশি সাধারণ মানুষকেও মিছিলে দেখা যায়। অনেকের হাতে লাঠিসোটাও ছিল৷ মিছিলটি রাত পৌনে ৯টার দিকে কোদালা ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে শুরু হয়ে পূর্ব কোদালা ৬নং ওয়ার্ড পর্যন্ত আসে। পরে ৫নং ওয়ার্ড দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে এলে সংঘর্ষ শুরু হয়।
মিছিলটি হেফাজতের ছিল কিনা জানতে চাইলে হেফাজত ইসলামের নেতা নুরুল আজিম বলেন, কোদালায় আমাদের এই ধরনের পূর্ব নির্ধারিত কোনো প্রোগ্রাম ছিল না। মাদ্রাসাও বন্ধ। তবে কারা এই মিছিল করেছে তা আমাদের জানা নেই।
কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম দাবি করেন, হেফাজত নেতা মামুনুল হকের ঘটনাকে ইস্যু বানিয়ে কোদালায় বিএনপি মিছিল বের করে। মিছিল থেকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আমাদের তিনজনকে গুরুতর আহত করে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
আহত যুবলীগ নেতা আবদুল জব্বার অভিযোগ করেন, বিএনপি নেতারা মিছিলটি বের করে। তারা কয়েকজন রিকশা নিয়ে বাড়ি যাচ্ছিলেন। এসময় অতর্কিতে হামলা করেন। হামলায় তিনি বুকে প্রচণ্ড আঘাত পেয়েছেন। দিলদার ও মুহিবুল্লাহও গুরুতর আহত হয়।
একই কথা বলেন কোদালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার।
রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব মিল্কী জানান, কোদালায় সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক ইস্যুতে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নে মিছিল হয়েছে।
উল্লেখ্য, গতকাল শনিবার সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জের একটি বিলাসবহুল হোটেলে এক নারীসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মীরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে যায়।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে ২০১৪ সালে প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির এক দশকে অর্থ বরাদ্দ ৫৪৬ কোটি টাকা থেকে বেড়ে ৬৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেষ হয়েছে বর্ধিত মেয়াদও। তবু কাজ শেষ হয়নি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলা
২ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের নদ-নদীর পানি বেড়েছে; বিশেষ করে তিস্তা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় রংপুর বিভাগের অন্তত চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নদীতীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড
২ ঘণ্টা আগেরাজশাহী শহরের অর্ধেকের বেশি তরুণ মানসিকভাবে ভালো নেই। বিষণ্নতায় ভুগছেন তাঁরা। গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় সারের নতুন দোকান উদ্বোধনকালে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে