Ajker Patrika

চান্দিনার বিএনপি-এলডিপির ২৬ নেতা-কর্মী কারাগারে

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
চান্দিনার বিএনপি-এলডিপির ২৬ নেতা-কর্মী কারাগারে

কুমিল্লার চান্দিনায় বিএনপির পদযাত্রায় পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি ও এলডিপির ২৬ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাঁদের মধ্যে ১৮ জন বিএনপি ও আটজন এলডিপি নেতা। 

আটকেরা হলেন—চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি মো. আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা যুবদল সভাপতি মাওলানা আবুল খায়ের, পৌর যুবদল সভাপতি হাজী নুরুল ইসলাম মুন্সি, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রদল চান্দিনা উপজেলা শাখার সভাপতি রাজিব ভূইয়া, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কুসহ ২৬ জন। 

জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় বিএনপির পদযাত্রা চলাকালে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় ৩৬ জনের নাম উল্লেখসহ ১৬০ জন অজ্ঞাতনামা আসামি করে মামলা করে পুলিশ। ওই মামলায় তাঁরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে কুমিল্লা জেলা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। ৬ সপ্তাহ শেষে মঙ্গলবার কুমিল্লা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বিএনপি ও এলডিপি নেতা-কর্মীরা। এ সময় আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এলডিপি নেতা-কর্মীদের আইনজীবী আতিকুল আলম সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ আমরা উচ্চ আদালতের নির্দেশক্রমে হাজির হয়ে জামিনের আবেদন করেছি। কিন্তু আদালত নেতা-কর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই ঘটনার সঙ্গে তারা কেউ জড়িত ছিল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত