হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের গ্রিড উপকেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। ২৩০ / ১২ / ৩৩ কেভির সিটিতে (কারেন্ট ট্রান্সফরমার) আগুন লাগে। এতে তেমন ক্ষয়ক্ষতি না হলেও বন্দর নগরী চট্টগ্রাম, পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটি এবং কক্সবাজার জেলা সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ১১ মাইল এলাকার গ্রিড উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন ওই গ্রিড উপকেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী তারেকুল ইসলাম।
অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে বড় দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া গেছে বলে জানান হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, বিকেলে হঠাৎ বিকট শব্দ হয়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের গ্রিড উপকেন্দ্রের ২৩০ / ১২ / ৩৩ কেভির সিটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
গ্রিড কর্তৃপক্ষ জানিয়েছে, উপকেন্দ্রের ২৩০ / ১২ / ৩৩ কেভির সিটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এতে বন্দর নগরীর চান্দগাঁও, আগ্রাবাদ, বাকলিয়া, উত্তর কাট্টলী, বন্দর, ইপিজেডসহ চট্টগ্রাম জেলা, পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটি এবং কক্সবাজার জেলা প্রায় আধা ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।
পুড়ে যাওয়া সিটির বাজারমূল্য ১৪-১৫ লাখ টাকা বলে জানা গেছে।
জানতে চাইলে চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী এম রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ‘স্বাভাবিকভাবে বিদ্যুৎকেন্দ্রে এ ধরনের অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক গোলযোগ হয়ে থাকে। এ রকমের গোলযোগের কারণেই শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে সবকিছু স্বাভাবিক হয়ে এসেছে। প্রায় ৮০ শতাংশ এলাকায় বিদ্যুৎ পুনরায় চালু হয়েছে।’
চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের গ্রিড উপকেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। ২৩০ / ১২ / ৩৩ কেভির সিটিতে (কারেন্ট ট্রান্সফরমার) আগুন লাগে। এতে তেমন ক্ষয়ক্ষতি না হলেও বন্দর নগরী চট্টগ্রাম, পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটি এবং কক্সবাজার জেলা সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ১১ মাইল এলাকার গ্রিড উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন ওই গ্রিড উপকেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী তারেকুল ইসলাম।
অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে বড় দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া গেছে বলে জানান হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, বিকেলে হঠাৎ বিকট শব্দ হয়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের গ্রিড উপকেন্দ্রের ২৩০ / ১২ / ৩৩ কেভির সিটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
গ্রিড কর্তৃপক্ষ জানিয়েছে, উপকেন্দ্রের ২৩০ / ১২ / ৩৩ কেভির সিটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এতে বন্দর নগরীর চান্দগাঁও, আগ্রাবাদ, বাকলিয়া, উত্তর কাট্টলী, বন্দর, ইপিজেডসহ চট্টগ্রাম জেলা, পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটি এবং কক্সবাজার জেলা প্রায় আধা ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।
পুড়ে যাওয়া সিটির বাজারমূল্য ১৪-১৫ লাখ টাকা বলে জানা গেছে।
জানতে চাইলে চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী এম রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ‘স্বাভাবিকভাবে বিদ্যুৎকেন্দ্রে এ ধরনের অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক গোলযোগ হয়ে থাকে। এ রকমের গোলযোগের কারণেই শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে সবকিছু স্বাভাবিক হয়ে এসেছে। প্রায় ৮০ শতাংশ এলাকায় বিদ্যুৎ পুনরায় চালু হয়েছে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৭ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৮ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৮ ঘণ্টা আগে