মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২ পুরস্কারে ভূষিত হলেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম। গতকাল মঙ্গলবার সম্মাননা স্মারকটি হাতে পেয়েছেন তিনি। এর আগে গত ২৫ জুলাই ভারত-বাংলাদেশ সম্প্রীতি উৎসবে এ সম্মাননার কথা জানানো হয়।
শিক্ষক মো. রেজাউল করিম তাইন্দং ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত আছমত আলীর ছেলে।
জানা গেছে, ফকির বাজার উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৫ সালে এসএসসি ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯৮৭ সালে এইচএসসি পাস করেন শিক্ষক মো. রেজাউল করিম। এরপর ১৯৮৯ সালে কুমিল্লার অজিত গুহ মহাবিদ্যালয় থেকে বিএ পাস করেন তিনি। ১৯৯২ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ইতিহাস বিষয়ে মাস্টার্স শেষ করেন। পরবর্তীতে নায়েম একাডেমি থেকে বিএড উত্তীর্ণ হয়ে তাইন্দং উচ্চ বিদ্যালয়ে ২৫ বছর যাবৎ শিক্ষকতা করেন। এখন ৭ বছর যাবৎ প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শেরে বাংলা একে ফজলুল হক অ্যাওয়ার্ড, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক সম্মাননা স্মারক, যামিনীপাড়া জোন থেকে শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার অর্জন করেছেন তিনি।
ভারত-বাংলাদেশ সম্প্রীতি উৎসব সম্পর্কে জানা যায়, গত ২৫ জুলাই শ্রুতিবৃত্ত ও আলোকিত বাংলার মুখ নামের দুই সংগঠনের যৌথ উদ্যোগে কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন আইসিসিআর ভবনের সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই দিন দুই দেশের শিল্পী সাহিত্যিক, কবি, শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজকর্মীসহ বিভিন্ন সৃষ্টিশীল মানুষকে পুরস্কৃত করা হয়। প্রতিবেশী দুই দেশের মৈত্রী অটুট রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের অভিন্ন শিক্ষা ও সংস্কৃতির মিলবন্ধন আরও জোরদার হবে বলে প্রত্যাশা প্রকাশ করেন অতিথিবৃন্দরা।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. রেজাউল করিম বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে ভারত বাংলাদেশের সম্প্রীতির লক্ষ্যে এমন একটি অ্যাওয়ার্ড দেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সম্মাননা প্রাপ্তি আমার কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে।’
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২ পুরস্কারে ভূষিত হলেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম। গতকাল মঙ্গলবার সম্মাননা স্মারকটি হাতে পেয়েছেন তিনি। এর আগে গত ২৫ জুলাই ভারত-বাংলাদেশ সম্প্রীতি উৎসবে এ সম্মাননার কথা জানানো হয়।
শিক্ষক মো. রেজাউল করিম তাইন্দং ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত আছমত আলীর ছেলে।
জানা গেছে, ফকির বাজার উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৫ সালে এসএসসি ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯৮৭ সালে এইচএসসি পাস করেন শিক্ষক মো. রেজাউল করিম। এরপর ১৯৮৯ সালে কুমিল্লার অজিত গুহ মহাবিদ্যালয় থেকে বিএ পাস করেন তিনি। ১৯৯২ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ইতিহাস বিষয়ে মাস্টার্স শেষ করেন। পরবর্তীতে নায়েম একাডেমি থেকে বিএড উত্তীর্ণ হয়ে তাইন্দং উচ্চ বিদ্যালয়ে ২৫ বছর যাবৎ শিক্ষকতা করেন। এখন ৭ বছর যাবৎ প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শেরে বাংলা একে ফজলুল হক অ্যাওয়ার্ড, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক সম্মাননা স্মারক, যামিনীপাড়া জোন থেকে শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার অর্জন করেছেন তিনি।
ভারত-বাংলাদেশ সম্প্রীতি উৎসব সম্পর্কে জানা যায়, গত ২৫ জুলাই শ্রুতিবৃত্ত ও আলোকিত বাংলার মুখ নামের দুই সংগঠনের যৌথ উদ্যোগে কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন আইসিসিআর ভবনের সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই দিন দুই দেশের শিল্পী সাহিত্যিক, কবি, শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজকর্মীসহ বিভিন্ন সৃষ্টিশীল মানুষকে পুরস্কৃত করা হয়। প্রতিবেশী দুই দেশের মৈত্রী অটুট রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের অভিন্ন শিক্ষা ও সংস্কৃতির মিলবন্ধন আরও জোরদার হবে বলে প্রত্যাশা প্রকাশ করেন অতিথিবৃন্দরা।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. রেজাউল করিম বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে ভারত বাংলাদেশের সম্প্রীতির লক্ষ্যে এমন একটি অ্যাওয়ার্ড দেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সম্মাননা প্রাপ্তি আমার কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
১ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
১ ঘণ্টা আগে