Ajker Patrika

কেএনএফের নারী সমন্বয়কসহ ২ জন কারাগারে

বান্দরবান প্রতিনিধি
কেএনএফের নারী সমন্বয়কসহ ২ জন কারাগারে

বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ ও পুলিশের অস্ত্র লুটের মামলায় গ্রেপ্তার কেএনএফের সদস্য লাল সিয়াম লম বম এবং সংগঠনের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক সেবা লাল নুং বমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

আজ শনিবার পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের সদর থানা থেকে প্রিজনভ্যানে করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক মো. নুরুল হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘থানচি থানার ৩ নম্বর মামলায় দুই আসামিকে দুপুরে আদালতে হাজির করা হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’ 

এর আগে গতকাল শুক্রবার ভোরে র‍্যাব-১৫ এর সদস্যরা জেলা সদরের লাইমি পাড়া এবং ফারুক পাড়ায় অভিযান পরিচালনা করে লাল সিয়াম লম বম ও সেবা লাল নুং বমকে গ্রেপ্তার করে। পরে ওই রাতেই সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত