Ajker Patrika

সীতাকুণ্ডে গৃহবধূকে গলা কেটে হত্যা, শ্বশুরবাড়ির ৩ জন আটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২৩, ১৪: ৫৭
সীতাকুণ্ডে গৃহবধূকে গলা কেটে হত্যা, শ্বশুরবাড়ির ৩ জন আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর শ্বশুরবাড়ির তিনজনকে আটক করে পুলিশ থানায় নিয়েছে।

পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম সায়মা আক্তার (২০)। তিনি একই ইউনিয়নের হাসনাবাদ এলাকার দিদারুল আলমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা বলছে, রাতে বাড়ির পার্শ্ববর্তী পুকুরপাড়ে সায়মার গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। এ সময় তারা বিষয়টি থানার পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘পুকুরপাড় থেকে উদ্ধার করা গৃহবধূ সায়মাকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার রাতে তাঁর স্বামী কর্মস্থলে ছিলেন। সায়মা হত্যাকাণ্ডের এখনো কোনো সঠিক কারণ উদ্‌ঘাটন করা যায়নি।’ 

ওসি আরও বলেন, ‘পারিবারিক কলহের জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাই বিষয়টির সত্যতা নিশ্চিতে শ্বশুরবাড়ির তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত গৃহবধূর পরিবারের সদস্যরা এলে হত্যা মামলা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত