Ajker Patrika

কুমিল্লার তিতাসে বৃদ্ধকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার তিতাসে বৃদ্ধকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

কুমিল্লার তিতাসে নবী হোসেন (৬৪) নামের এক বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে তাঁর ভাতিজা আব্দুল আউয়ালকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি মো. মজিবুর রহমান বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. আব্দুল আউয়াল তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের কৈয়ারপাড় গ্রামের মৃত আবদুর রবের ছেলে ও নিহত নবী হোসেনের আপন ভাতিজা।

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ২৯ জানুয়ারি তিতাস থানার এক মামলায় আবদুল আউয়ালকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিজের চাচা নবী হোসেনকে সন্দেহ করে তাঁর ওপর ক্ষিপ্ত হন আবদুল আউয়াল। পরে জামিনে বের হয়ে ২০২০ সালের ২৪ মে পরিকল্পিতভাবে নবী হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন তিনি।

এ ঘটনায় ওই দিনই তিতাস উপজেলার কৈয়ারপাড় গ্রামের নিহত নবী হোসেনের ছেলে রাসেল (২৬) বাদী হয়ে জ্যাঠাতো ভাই আবদুল আউয়ালসহ অজ্ঞাতপরিচয় দুজনের বিরুদ্ধে মামলা করেন। তবে পুলিশ অজ্ঞাতপরিচয় দুই আসামির সন্ধান পায়নি।

মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি মো. মজিবুর রহমান বাহার আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রপক্ষের ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত