Ajker Patrika

স্ত্রীকে তালাক দিয়ে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন স্বামী

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৩: ৪৭
স্ত্রীকে তালাক দিয়ে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন স্বামী

চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের প্রবাসী মো. খোরশেদ আলম তাঁর স্ত্রী জাহানারা বেগমকে তালাক দেওয়ার পর থেকে প্রাণনাশের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এক মাস আগে জাহানারাকে তালাক দেওয়া হলেও স্বামী খোরশেদের বসতঘর দখল করে রেখেছেন স্ত্রী। খোরশেদ ঘরে ঢুকলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে থানায় অভিযোগ করেছেন স্বামী। 

গত মঙ্গলবার সন্ধ্যায় এ ব্যাপারে প্রবাসী খোরশেদ আলম বাদী হয়ে স্ত্রী জাহানারাসহ চারজনকে আসামি করে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগে জানা যায়, প্রায় তিন বছর আগে নোয়াখালী সদর উপজেলার পশ্চিম ষোলোকিয়ার আবদুল হকের মেয়ে জাহানারা বেগমকে (৪০) বিয়ে করেন খোরশেদ আলম। বিয়ের কিছুদিন পর থেকে স্ত্রীর সঙ্গে তাঁর দাম্পত্য কলহ দেখা দেয়। স্ত্রীর উচ্ছৃঙ্খল আচরণের কারণে গত ৫ সেপ্টেম্বর নোটারি পাবলিক নোয়াখালীর মাধ্যমে স্ত্রীকে তালাক দেন খোরশেদ। তালাকের নোটিশ পেয়েও স্ত্রী জাহানারা স্বামীর বসতঘর থেকে বের না হয়ে তাঁর (জাহানারার) বাবা-মা ও ভাইবোনের সহযোগিতায় স্বামীর বসতঘর দখল করে রেখেছেন। 

খোরশেদ আলম অভিযোগ করে বলেন, তিনি ঘরে ঢুকতে চাইলে জাহানারা ধারালো বঁটি নিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেন। বর্তমানে তিনি প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। 

এ ব্যাপারে জাহানারা বেগমের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি স্বামী হত্যার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, তিনি তালাকের কোনো নোটিশ পাননি। 

চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত