Ajker Patrika

ই-অরেঞ্জের বিরুদ্ধে চট্টগ্রামে আরও এক মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ই-অরেঞ্জের বিরুদ্ধে চট্টগ্রামে আরও এক মামলা

পণ্য সরবরাহ না দিয়ে এগারো লাখ টাকা আত্মসাতের অভিযোগে ই-অরেঞ্জের বিরুদ্ধে চট্টগ্রামেও মামলা করেছেন এক ব্যবসায়ী। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালতে নালিশি অভিযোগটি করেন নগরের রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী নুরুল আবছার পারভেজ (৩৫)। আদালত এ বিষয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন, ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তাঁর স্বামী মাসুকুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা, কর্মকর্তা আমানুল্লাহ, বীথি আক্তার, জায়েদুল ফিরোজ ও নাজমুল হাসান রাসেল।

বাদীসহ প্রতারিত আরও দুজন মোর্শেদ সিকদার ও মাহমুদুল হাসান খানের প্রায় সাড়ে ১১ লক্ষ ৮৮ হাজার ৪৯০ টাকা পাওনা দাবি করে মামলাটি করেন। অপর দুজনও ই-অরেঞ্জের গ্রাহক। 
বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ আজকের পত্রিকাকে বলেন, আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। ই-অরেঞ্জ সারা দেশে লাখ লাখ গ্রাহকের সঙ্গে প্রতারণার বিষয়টিও আদালতে তুলে ধরেছি।

অভিযোগে বলা হয়, বাদী ও অন্য দুই ভুক্তভোগীর এ বছর ২৭ মে থেকে বিভিন্ন সময় পণ্য কেনার জন্য ই-অরেঞ্জকে অগ্রিম টাকা পরিশোধ করেন। টাকা পরিশোধের পরেও আজ পর্যন্ত ই-অরেঞ্জ তিন গ্রাহকের পণ্য সরবরাহ দেয়নি। 

অর্ডার নেওয়ার পর থেকে ই-অরেঞ্জ ফেসবুক পেজে নোটিশ দিয়ে পণ্য চালান দেওয়ার  নিশ্চয়তা দেয়। এভাবে সারা দেশে লাখ লাখ গ্রাহক প্রতারিত হয়েছে।

একই অভিযোগে আগে ঢাকাসহ দেশের কয়েক জেলায় ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত