Ajker Patrika

আরও দুজন সন্দেহভাজন কেএনএফ সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৬: ০৬
আরও দুজন সন্দেহভাজন কেএনএফ সদস্য কারাগারে

বান্দরবানের রুমা উপজেলায় ব্যাংক ডাকাতি, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় সন্দেহভাজন আরও দুই কেএনএফ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার বেলা দেড়টায় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইনের আদেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুমা উপজেলার মুয়ালপিপাড়া এলাকার জুয়ামত্লিম বমের ছেলে লাল জার ঙাম বম (৪৪) এবং ইডেনপাড়া এলাকার লালচৌও থাং বমের ছেলে তনক্লিং বম (৩৮)।

এ বিষয়ে আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, রুমায় ব্যাংক ডাকাতি, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।

এর আগে রুমা-থানচির ঘটনায় ৬৬ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছেন আদালত। এঁদের মধ্যে ৫৪ জনকে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত