Ajker Patrika

তিতাসে আ.লীগের তোপের মুখে বিএনপি, পাল্টাপাল্টি ধাওয়া

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৫: ২২
তিতাসে আ.লীগের তোপের মুখে বিএনপি, পাল্টাপাল্টি ধাওয়া

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তিতাস উপজেলা বিএনপি কর্মসূচি পালন করতে আজ মঙ্গলবার সকালে মাঠে নামে। এ সময় আওয়ামী লীগের তোপের মুখে পড়ে তারা। এতে উভয়ের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল ৭টায় তিতাস উপজেলা বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীরা এলাকাভিত্তিক জড়ো হতে থাকেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। এতে গৌরীপুর-হোমনা সড়কের বন্দরামপুর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় আওয়ামী লীগের দাবি, বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে এবং জাতীয় শোকের মাস হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে তারা। সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা। এতে করে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিতাসে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করতে পারেননি স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিকেলে বলব।’

অন্যদিকে সাধারণ সম্পাদক ওসমান গনি ভূইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘পরে বলব, এখন ঝামেলায় আছি।’

এ নিয়ে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু বলেন, ‘প্রতিবছর আগস্ট এলে বিএনপি-জামায়াত সন্ত্রাস-নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। কেউ যেন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, এর জন্য তিতাস উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁদের প্রতিহত করেছেনন।’

এদিকে তিতাস উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুন্সি মুজিবুর রহমান বলেন, ‘এই শোকের মাসে সারা দেশের ন্যায় তিতাসে জামায়াত-বিএনপি অস্থিতশীল করার জন্য মাঠে নেমেছে। তাই আমরা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নেতৃত্বে ও পরামর্শে তাদের প্রতিহত করেছি। বিএনপির জ্বালাও-পোড়াও রুখতে সব নেতা-কর্মী সরব হয়েছেন।’

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, তিতাসে পরিস্থিতি শান্ত আছে। তার পরও বাড়তি নজরদারি রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত