Ajker Patrika

হোমনায় নসিমন-অটোরিকশার সংঘর্ষে পথচারী নিহত

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
হোমনায় নসিমন-অটোরিকশার সংঘর্ষে পথচারী নিহত

কুমিল্লার হোমনায় নসিমন ও অটোরিকশার সংঘর্ষে আবদুল বাতেন (৭৩) নামের এক পথচারী নিহত হয়েছেন। 

গতকাল সোমবার বিকেলে গোয়ারীভাঙ্গা মহিলা মাদ্রাসা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পথচারী উপজেলার পৌরসভার গোয়ারীভাঙ্গা গ্রামের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে একটি নসিমন হোমনা থেকে গোয়ারীভাঙা যাচ্ছিল। গোয়ারীভাঙা মহিলা মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে পথচারী আবদুল বাতেনের ওপর পড়ে। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুছ ছালাম সিকদার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধ হাসপাতালে আনার আগেই মারা গেছেন। 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত