Ajker Patrika

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রীতি ফুটবল খেলতে ভারতে গেলেন ২৫ সাংবাদিক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ০৪
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে প্রীতি ফুটবল খেলতে ভারতে গেলেন ২৫ সাংবাদিক

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সাংবাদিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ভারতে গেল বাংলাদেশের চট্টগ্রামের ২৫ সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধিদল। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের জার্নালিস্ট স্পোর্টস ক্লাবে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা এই প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতে যান।

এর আগে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে করে তাঁরা আখাউড়ায় পৌঁছান। এ সময় সাংবাদিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

আগামীকাল বুধবার আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে চট্টগ্রামের জার্নালিস্ট স্পোর্টস ক্লাবে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের আগরতলা জার্নালিস্ট ইউনিয়নের সাংবাদিকদের।

বাংলাদেশ-ভারত দুই দেশের সাংবাদিকদের সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতেই এই সফর বলে জানান সাংবাদিকেরা। এ ছাড়া রাজ্যের বিলোনিয়ার চৌত্তাখোলায় বাংলাদেশ-ভারত মৈত্রী উদ্যানসহ একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো ঘুরে দেখবেন তাঁরা। তিন দিনের সফর শেষে আগামী শুক্রবার এ পথ দিয়েই প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ইলিশ, কাবাব, রসমালাই—বাংলাদেশ-পাকিস্তানের নৈশভোজে আরও যা ছিল

বাসায় এনে অনৈতিক সম্পর্ক, টাকা না দেওয়ায় মিল কর্মকর্তাকে হত্যা

মিথ্যা ঘোষণায় বিদেশি মদ-সিগারেট আমদানি: তদন্তে দোষী, আদালতে জামিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত