Ajker Patrika

ধাওয়া খাওয়া বৃদ্ধকে উদ্ধার করল পুলিশ, তল্লাশিতে মিলল ১৪ স্বর্ণের বার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে গতকাল মঙ্গলবার রাতে স্বর্ণের বারসহ আটক বৃদ্ধ। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীতে গতকাল মঙ্গলবার রাতে স্বর্ণের বারসহ আটক বৃদ্ধ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে আনা ১৪টি স্বর্ণের বার।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে নগরীর বিআরটিসি ফলমণ্ডি এলাকা থেকে নুরুল ইসলাম চৌধুরীকে কোতোয়ালি থানা-পুলিশের একটি দল হেফাজতে নেয়। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

মামলার বাদী কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান, ১৪টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ৬০০ গ্রাম।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম আজকের পত্রিকাকে বলেন, রাতে কিছু লোক স্টেশন রোডে নুরুল ইসলামকে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে ফলমণ্ডি বসুধা মার্কেটের দিকে চলে আসেন। আশপাশে থাকা কোতোয়ালি থান-পুলিশের একটি টহল দলের সদস্যরা ধাওয়ার বিষয়টি জানতে পেরে নুরুল ইসলামকে হেফাজতে নেন। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তিনি সঙ্গে থাকা ১৪টি স্বর্ণের বার বের করে দেন। এসব স্বর্ণের বৈধ কাগজ দেখাতে না পারায় তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত