কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ সময় মাটি চাপায় একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ-১ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা যুবক আনোয়ার ইসলাম ওই ক্যাম্পের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ সামছু-দৌজা নয়ন বলেন, কয়েক দিন ধরে ভারী ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত আছে। মঙ্গলবার দিবাগত রাতেও ভারী বৃষ্টি হয়। একপর্যায়ে ভোর রাত ৪টার দিকে বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ-ব্লকে আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একটি বসত ঘর বিধ্বস্ত হয়ে মাটি চাপায় এক রোহিঙ্গা মারা যান। পরে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত স্বেচ্ছাসেবকেরা মাটি সরিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে বলে জানান তিনি।
এদিকে প্রবল বর্ষণে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় জেলা প্রশাসন মানুষকে ঝুঁকিপূর্ণ থেকে সরে নিরাপদ আশ্রয় যেতে প্রচারণা অব্যাহত রেখেছে।
এর আগে গত ১৯ জুন উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবির ও আশপাশের কয়েকটি জায়গায় পাহাড় ধসে ৮ জন রোহিঙ্গা ও দুই বাংলাদেশি নিহত হন। এ ঘটনার দুদিন পর ২১ জুন ভোরে কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত হন।
কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ সময় মাটি চাপায় একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ-১ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা যুবক আনোয়ার ইসলাম ওই ক্যাম্পের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ সামছু-দৌজা নয়ন বলেন, কয়েক দিন ধরে ভারী ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত আছে। মঙ্গলবার দিবাগত রাতেও ভারী বৃষ্টি হয়। একপর্যায়ে ভোর রাত ৪টার দিকে বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ-ব্লকে আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একটি বসত ঘর বিধ্বস্ত হয়ে মাটি চাপায় এক রোহিঙ্গা মারা যান। পরে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত স্বেচ্ছাসেবকেরা মাটি সরিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে বলে জানান তিনি।
এদিকে প্রবল বর্ষণে পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় জেলা প্রশাসন মানুষকে ঝুঁকিপূর্ণ থেকে সরে নিরাপদ আশ্রয় যেতে প্রচারণা অব্যাহত রেখেছে।
এর আগে গত ১৯ জুন উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবির ও আশপাশের কয়েকটি জায়গায় পাহাড় ধসে ৮ জন রোহিঙ্গা ও দুই বাংলাদেশি নিহত হন। এ ঘটনার দুদিন পর ২১ জুন ভোরে কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত হন।
পিএসসি সংস্কার ও প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।
৩ মিনিট আগেশ্রীপুরে স্ত্রীকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী আমিনুল ইসলাম খোকনকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে র্যাব-১ ও র্যাব-৯ যৌথ অভিযান চালিয়ে সিলেট থেকে তাঁকে গ্রেপ্তার করে।
৭ মিনিট আগেচট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওপর চাপ কমাতে ৫০০ শয্যার আরেকটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী ও হাটহাজারী উপজেলার পাঁচটি স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
৮ মিনিট আগেআন্তনগর লালমনি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেন লালমনিরহাটের বুড়িমারী স্টেশন থেকে যাত্রার দাবিতে মশাল মিছিল হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় হাতীবান্ধা রেলস্টেশন থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি শহরের মেডিকেল মোড়ে গোলচত্বর এলাকায় গিয়ে শেষ হয়।
৩৮ মিনিট আগে