Ajker Patrika

বেগমগঞ্জে বাসচাপায় পথচারী নিহত 

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৫: ১৩
বেগমগঞ্জে বাসচাপায় পথচারী নিহত 

নোয়াখালীর বেগমগঞ্জের ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী হিমাচল পরিবহনের একটি বাসের চাপায় সাদিয়া খাতুন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চৌরাস্তার জয়নাল আবেদিন মেমোরিয়াল একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া খাতুন উপজেলার কাদিরপুরের সেকান্দার উকিলবাড়ির মৃত আবদুছ ছাত্তারের স্ত্রী। 

পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জয়নাল আবেদিন একাডেমির সামনে দিয়ে সড়ক পার হচ্ছিলেন সাদিয়া খাতুন। এ সময় ঢাকা থেকে সোনাপুরের উদ্দেশ্ ছেড়ে আসা হিমাচল বাস তাঁকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন সাদিয়া। পরে স্থানীয় লোকজন গাড়িটিকে ধাওয়া করলেও দ্রুত পালিয়ে যায়। 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত