কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় প্রতারণার মাধ্যমে শিক্ষানবিশ আইনজীবীদের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। ওই ব্যক্তি আইনজীবী পরিচয়ে বার কাউন্সিল পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলে এ অর্থ হাতিয়ে নেন।
আজ সোমবার নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘ভুক্তভোগীদের অভিযোগ তদন্ত করে আজ ভোরে নগরীর ধর্মসাগর এলাকা থেকে প্রতারক কথিত অ্যাডভোকেট মো. এহতেশামুল হক নোমান ও সহযোগী তার শ্যালক জাহিদ হাসান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। নোমান নগরীর ঝাউতলা এলাকার ও জাহিদ হাসান বুড়িচং উপজেলার বাহেরচর এলাকার বাসিন্দা।
আসামি মো. এহতেশামুল হক নোমান (৩৪) কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ২০১৪ সালে তিন লাখ টাকার বিনিময়ে জনৈক ফারুক নামের এক ব্যক্তির কাছ থেকে আইন বিষয়ে অনার্স উত্তীর্ণ সার্টিফিকেট সংগ্রহ করেন। পরে কুমিল্লা কোর্টে বিভিন্ন আইনজীবীদের সহযোগী হিসেবে কাজ করেন। একপর্যায়ে নিজের নামে একটি ভুয়া অ্যাডভোকেট কার্ড ও মানবাধিকার কার্ড তৈরি করে আদালতে সিনিয়র আইনজীবী হিসেবে পরিচয় দিতে থাকেন।’
তিনি আরও বলেন, ‘তা ছাড়া কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পরিচয়ে ভিজিটিং কার্ডও ব্যবহার করতেন। এ সময় আদালতে আসা শিক্ষানবিশ অনেক আইনজীবীকে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন প্রতারণার মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেন। বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় ও প্রতারক নোমানের বিভিন্ন কৌশল বুঝতে পেরে প্রতারণার শিকার ১৭ জন ভুক্তভোগী বিষয়টি র্যাবকে জানায়। এর আগে বিভিন্ন দফায় তাদের কাছ থেকে ৪৫ লাখ টাকার হাতিয়ে নেয় ওই প্রতারক। অভিযোগের প্রেক্ষিতে আজ ভোরে নগরীর ধর্মসাগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।’
র্যাবের এ কর্মকর্তা বলেন, এ সময় তাদের কাছ থেকে ভুয়া ভিজিটিং কার্ড, বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার উত্তরপত্র, ভুয়া আইডি কার্ড, সার্টিফিকেট, ব্যাংকের চেকবই, স্ট্যাম্প, কথোপকথনের স্ক্রিনশট, আইনজীবী সংবলিত মনোগ্রামসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।’ এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
আরও খবর পড়ুন:
কুমিল্লায় প্রতারণার মাধ্যমে শিক্ষানবিশ আইনজীবীদের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। ওই ব্যক্তি আইনজীবী পরিচয়ে বার কাউন্সিল পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলে এ অর্থ হাতিয়ে নেন।
আজ সোমবার নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘ভুক্তভোগীদের অভিযোগ তদন্ত করে আজ ভোরে নগরীর ধর্মসাগর এলাকা থেকে প্রতারক কথিত অ্যাডভোকেট মো. এহতেশামুল হক নোমান ও সহযোগী তার শ্যালক জাহিদ হাসান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। নোমান নগরীর ঝাউতলা এলাকার ও জাহিদ হাসান বুড়িচং উপজেলার বাহেরচর এলাকার বাসিন্দা।
আসামি মো. এহতেশামুল হক নোমান (৩৪) কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ২০১৪ সালে তিন লাখ টাকার বিনিময়ে জনৈক ফারুক নামের এক ব্যক্তির কাছ থেকে আইন বিষয়ে অনার্স উত্তীর্ণ সার্টিফিকেট সংগ্রহ করেন। পরে কুমিল্লা কোর্টে বিভিন্ন আইনজীবীদের সহযোগী হিসেবে কাজ করেন। একপর্যায়ে নিজের নামে একটি ভুয়া অ্যাডভোকেট কার্ড ও মানবাধিকার কার্ড তৈরি করে আদালতে সিনিয়র আইনজীবী হিসেবে পরিচয় দিতে থাকেন।’
তিনি আরও বলেন, ‘তা ছাড়া কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পরিচয়ে ভিজিটিং কার্ডও ব্যবহার করতেন। এ সময় আদালতে আসা শিক্ষানবিশ অনেক আইনজীবীকে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন প্রতারণার মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেন। বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় ও প্রতারক নোমানের বিভিন্ন কৌশল বুঝতে পেরে প্রতারণার শিকার ১৭ জন ভুক্তভোগী বিষয়টি র্যাবকে জানায়। এর আগে বিভিন্ন দফায় তাদের কাছ থেকে ৪৫ লাখ টাকার হাতিয়ে নেয় ওই প্রতারক। অভিযোগের প্রেক্ষিতে আজ ভোরে নগরীর ধর্মসাগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।’
র্যাবের এ কর্মকর্তা বলেন, এ সময় তাদের কাছ থেকে ভুয়া ভিজিটিং কার্ড, বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার উত্তরপত্র, ভুয়া আইডি কার্ড, সার্টিফিকেট, ব্যাংকের চেকবই, স্ট্যাম্প, কথোপকথনের স্ক্রিনশট, আইনজীবী সংবলিত মনোগ্রামসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।’ এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
আরও খবর পড়ুন:
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
১৫ মিনিট আগেএক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
২৮ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
৩১ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
৩৭ মিনিট আগে