Ajker Patrika

থানচিতে ব্যাংক ডাকাতি: অস্ত্রের মুখে গাড়ি চালাতে বাধ্য হন চালক

বান্দরবান প্রতিনিধি
থানচিতে ব্যাংক ডাকাতি: অস্ত্রের মুখে গাড়ি চালাতে বাধ্য হন চালক

বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির সময় ব্যবহৃত গাড়ির চালক কফিল উদ্দিন সাগর আদালতের জবানবন্দিতে জানিয়েছেন, তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি চালাতে বাধ্য করা হয়েছিল। আজ বুধবার দুপুরে থানচির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুল হকের কাছে ১৬৪ ধারায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

দুই দিনের রিমান্ড শেষে পুনরায় আদালতে তোলা হলে এ জবানবন্দি দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ।

অন্যদিকে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্য সন্দেহে গ্রেপ্তার গাড়ির চালক কফিল উদ্দিনসহ ছয়জনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। বেলা সাড়ে ৩টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এএসএম এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ আজকের পত্রিকাকে বলেন, ‘রুমা-থানচির দুটি মামলায় গত ২২ এপ্রিল গাড়ির চালক কফিল উদ্দিন সাগর, ভানলাল বয় বম ও রুমার লাল রৌবত বম, মিথু সেল বম, লাল রুয়াত লিয়ান বম, বান্দরবান সদর উপজেলার লাল লম থার বমসহ মোট ৬ জনকে পুলিশ রিমান্ড আবেদন করে। এর প্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। আজ (বুধবার) তাঁদের দুদিনের রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় তাদের।’

উল্লেখ্য, জেলার রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭৮ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছে আদালত। এ ছাড়াও এই ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ৭৮ জনের মধ্যে ৫৯ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও ৩ নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত