কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফরহাদ মিয়া কাওছারের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বেলা ১১টায় মানববন্ধন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
মারুফ শেখের সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। প্রশাসনকে দ্রুত বিচার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণের দাবি জানান। এ ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গভীর রাতে সংগঠিত বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান।
হামলার প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণকারী সোয়াইব হোসাইন আলামিন বলেন, ‘গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। আমার জুনিয়র ফরহাদ কাওসারের ওপর অতর্কিত হামলা করেছে। হামলাকারী রাফির ছাত্রত্ব নেই। অবৈধভাবে হলে রয়েছে। প্রশাসন যেন দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।’
মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী আসমা ইসলাম বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা যদি অধিকার আদায়ের জন্য আন্দোলন করে, এতে দোষ কোথায়? আমাদের বিভাগের যে জুনিয়র শিক্ষার্থী ফরহাদ কাওছারের ওপর হামলা করা হয়েছে। এটা খুবই নিন্দনীয়। প্রশাসন যেন দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।’
বিল্লাল হোসেন স্বাধীন বলেন, ‘ফরহাদের ওপর পূর্বপরিকল্পনা অনুযায়ী অতর্কিত হামলা চালায়। তাদের ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে। প্রশাসনকে এ ব্যাপারে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে হবে। যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তাহলে আমরা আরও কঠোর অবস্থানে যাব। আমাদের বিভাগের যারা জড়িত আছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান কাজী এম আনিছুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে অনলাইনে যুক্ত হন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি গতকাল বিভিন্ন মাধ্যমে জেনেছি, ফরহাদ অসংলগ্ন কিছু করেনি। বেআইনিভাবে তাঁর ফোন চেক করা এবং মারধরের মাধ্যমে দুটি ফৌজদারি অপরাধ করেছে হামলাকারীরা। উপাচার্য এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা আমাকে বিচারের ব্যাপারে আশ্বস্ত করেছেন।’
উল্লেখ্য, গত রোববার রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদ কাউসার শহর থেকে ক্যাম্পাসে হলে আসার পথে ছাত্রলীগের আটজন কর্মী তাঁকে ডেকে নিয়ে ফোন চেক এবং তাঁকে মারধর করেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফরহাদ মিয়া কাওছারের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বেলা ১১টায় মানববন্ধন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
মারুফ শেখের সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। প্রশাসনকে দ্রুত বিচার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণের দাবি জানান। এ ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গভীর রাতে সংগঠিত বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান।
হামলার প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণকারী সোয়াইব হোসাইন আলামিন বলেন, ‘গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। আমার জুনিয়র ফরহাদ কাওসারের ওপর অতর্কিত হামলা করেছে। হামলাকারী রাফির ছাত্রত্ব নেই। অবৈধভাবে হলে রয়েছে। প্রশাসন যেন দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।’
মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী আসমা ইসলাম বলেন, ‘সাধারণ শিক্ষার্থীরা যদি অধিকার আদায়ের জন্য আন্দোলন করে, এতে দোষ কোথায়? আমাদের বিভাগের যে জুনিয়র শিক্ষার্থী ফরহাদ কাওছারের ওপর হামলা করা হয়েছে। এটা খুবই নিন্দনীয়। প্রশাসন যেন দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।’
বিল্লাল হোসেন স্বাধীন বলেন, ‘ফরহাদের ওপর পূর্বপরিকল্পনা অনুযায়ী অতর্কিত হামলা চালায়। তাদের ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে। প্রশাসনকে এ ব্যাপারে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে হবে। যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তাহলে আমরা আরও কঠোর অবস্থানে যাব। আমাদের বিভাগের যারা জড়িত আছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান কাজী এম আনিছুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে অনলাইনে যুক্ত হন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি গতকাল বিভিন্ন মাধ্যমে জেনেছি, ফরহাদ অসংলগ্ন কিছু করেনি। বেআইনিভাবে তাঁর ফোন চেক করা এবং মারধরের মাধ্যমে দুটি ফৌজদারি অপরাধ করেছে হামলাকারীরা। উপাচার্য এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা আমাকে বিচারের ব্যাপারে আশ্বস্ত করেছেন।’
উল্লেখ্য, গত রোববার রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদ কাউসার শহর থেকে ক্যাম্পাসে হলে আসার পথে ছাত্রলীগের আটজন কর্মী তাঁকে ডেকে নিয়ে ফোন চেক এবং তাঁকে মারধর করেন।
গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে, মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে খানটেক্স কম্পোজিট টেক্সটাইল নামক একটি কারখানার শ্রমিকেরা। কর্মস্থলে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকেরা।
২ মিনিট আগেমেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
১৪ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
২৭ মিনিট আগে