Ajker Patrika

করোনায় মারা গেছেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৬ জুলাই ২০২১, ১১: ০০
করোনায় মারা গেছেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব 

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রাঙামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত ১২টা ৩৩ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, ৬ জুলাই থেকে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০১ জন পুলিশ সদস্য মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ২৩ হাজারের বেশি সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত