চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার লক্ষ্যারচর বারআউলিয়া নগর রাস্তার মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই কলেজছাত্র হলেন ইনজামাম উল আলম রাফি (২০) ও মেহেরাব হোসেন অপি (২০)। রাফি কৈয়ারবিল ইউনিয়নের মুহুরীপাড়ার ফরিদুল আলমের ছেলে। অপি লক্ষ্যারচর ইউনিয়নের জহিরপাড়ার সেলিম মিন্টুর ছেলে। দুজনই চকরিয়া কলেজের শিক্ষার্থী।
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র দুই কলেজছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাফি ও তাঁর বন্ধু অপি বেলা ৩টার দিকে কৈয়ারবিল থেকে চকরিয়া কলেজের দিকে যাচ্ছিলেন। এ সময় ফেনী থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের বহন করা মোটরসাইকেলকে চাপা দেয়।
এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত দুই কলেজছাত্রকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইনজামাম উল আলম রাফিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মেহেরাব হোসেন অপিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেকে নেওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, ‘বাসচাপায় একজন মারা গেছে, অন্যজন চট্টগ্রামে মারা গেছে বলে শুনেছি। মোটরসাইকেল ও বাস জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রাফির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার লক্ষ্যারচর বারআউলিয়া নগর রাস্তার মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই কলেজছাত্র হলেন ইনজামাম উল আলম রাফি (২০) ও মেহেরাব হোসেন অপি (২০)। রাফি কৈয়ারবিল ইউনিয়নের মুহুরীপাড়ার ফরিদুল আলমের ছেলে। অপি লক্ষ্যারচর ইউনিয়নের জহিরপাড়ার সেলিম মিন্টুর ছেলে। দুজনই চকরিয়া কলেজের শিক্ষার্থী।
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র দুই কলেজছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাফি ও তাঁর বন্ধু অপি বেলা ৩টার দিকে কৈয়ারবিল থেকে চকরিয়া কলেজের দিকে যাচ্ছিলেন। এ সময় ফেনী থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের বহন করা মোটরসাইকেলকে চাপা দেয়।
এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত দুই কলেজছাত্রকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইনজামাম উল আলম রাফিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মেহেরাব হোসেন অপিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেকে নেওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, ‘বাসচাপায় একজন মারা গেছে, অন্যজন চট্টগ্রামে মারা গেছে বলে শুনেছি। মোটরসাইকেল ও বাস জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রাফির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’
গাইবান্ধা পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) শফিউল ইসলামের ঘুষ চাওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়েছে। এতে ওই প্রকৌশলীকে প্রকল্পের টাকা ছাড়ে এক ঠিকাদারের কাছে ৬ শতাংশ ঘুষ দাবি করতে শোনা যায়।
৯ মিনিট আগেযশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক শাহীন আলমকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে।
৯ মিনিট আগেজামালপুরের ইসলামপুরে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ (বীর উত্তম) সেতুর জন্য অধিগ্রহণ করা জমি দখলের মহোৎসব চলছে। ১০৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬০ মিটার সেতুর দুই পাড়ের অধিকাংশ জমি এরই মধ্যে দখলে নিয়ে গড়ে তোলা হয়েছে ঘর ও দোকান। সেসব ভাড়া দিয়ে টাকা নিচ্ছে স্থানীয় কিছু প্রভাবশালী।
৯ মিনিট আগে‘তিন ঘণ্টা ঘোরাঘুরি কইরা একটা স্কার্ফ ছাড়া তো কিছুই কিনলা না। সকাল সকাল মার্কেটে আইসা কী লাভ হইলো?’ মা তাসলিমা আক্তারকে অনুযোগ করে বলছিল বছর দশেকের মেয়ে সানজিদা ইসলাম। জবাবে মা বললেন, ‘দোকানে আইসাই সাথে সাথে কিন্না ফেলন যায়? আগে তো দেখতে হইবো। দামদর বুঝতে হইবো।’
৩৯ মিনিট আগে