Ajker Patrika

চকরিয়ায় বাসচাপায় দুই কলেজছাত্র নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ৫৭
চকরিয়ায় বাসচাপায় দুই কলেজছাত্র নিহত

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার লক্ষ্যারচর বারআউলিয়া নগর রাস্তার মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই কলেজছাত্র হলেন ইনজামাম উল আলম রাফি (২০) ও মেহেরাব হোসেন অপি (২০)।  রাফি কৈয়ারবিল ইউনিয়নের মুহুরীপাড়ার ফরিদুল আলমের ছেলে। অপি লক্ষ্যারচর ইউনিয়নের জহিরপাড়ার সেলিম মিন্টুর ছেলে। দুজনই চকরিয়া কলেজের শিক্ষার্থী। 

চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র দুই কলেজছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাফি ও তাঁর বন্ধু অপি বেলা ৩টার দিকে কৈয়ারবিল থেকে চকরিয়া কলেজের দিকে যাচ্ছিলেন। এ সময় ফেনী থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের বহন করা মোটরসাইকেলকে চাপা দেয়। 

এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত দুই কলেজছাত্রকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইনজামাম উল আলম রাফিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মেহেরাব হোসেন অপিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেকে নেওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। 

এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, ‘বাসচাপায় একজন মারা গেছে, অন্যজন চট্টগ্রামে মারা গেছে বলে শুনেছি। মোটরসাইকেল ও বাস জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রাফির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত