নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আক্কেল আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ৬ মাসে উভয় পক্ষের তিনজন খুন হন।
আক্কেল আলী সোনাতলা গ্রামের পূর্বপাড়ার মৃত লাল মিয়ার ছেলে। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোনাতোলা গ্রামের আব্দুস সালামের পক্ষ এবং আলী আজগরের পক্ষের মধ্যে কয়েক মাস ধরে বিরোধ ও সংঘর্ষ চলে আসছে। গত ৬ নভেম্বর আজগর আলীর গোষ্ঠীর সিদ্দিক মোল্লা নামের একজন নিহত হন। এর কিছুদিন পর গত ২১ এপ্রিল সালামের গোষ্ঠীর জোহরালী মিয়া নামের একজনের গলাকাটা লাশ পাওয়া যায়। সেই ঘটনায় উভয় পক্ষের মধ্যে হত্যা ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা চলছে।
সর্বশেষ শুক্রবার দুপুরে আগের ঘটনার জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আজগর আলীর গোষ্ঠীর আক্কেল আলী মারা যান। তবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজহারুল হক বলেন, আগের ঘটনার জেরে দুই গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. জামিল খান আজকের পত্রিকাকে বলেন, ‘দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় আক্কেল আলী নামের একজন নিহত হয়েছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আক্কেল আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ৬ মাসে উভয় পক্ষের তিনজন খুন হন।
আক্কেল আলী সোনাতলা গ্রামের পূর্বপাড়ার মৃত লাল মিয়ার ছেলে। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোনাতোলা গ্রামের আব্দুস সালামের পক্ষ এবং আলী আজগরের পক্ষের মধ্যে কয়েক মাস ধরে বিরোধ ও সংঘর্ষ চলে আসছে। গত ৬ নভেম্বর আজগর আলীর গোষ্ঠীর সিদ্দিক মোল্লা নামের একজন নিহত হন। এর কিছুদিন পর গত ২১ এপ্রিল সালামের গোষ্ঠীর জোহরালী মিয়া নামের একজনের গলাকাটা লাশ পাওয়া যায়। সেই ঘটনায় উভয় পক্ষের মধ্যে হত্যা ও লুটপাটের অভিযোগে আদালতে মামলা চলছে।
সর্বশেষ শুক্রবার দুপুরে আগের ঘটনার জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আজগর আলীর গোষ্ঠীর আক্কেল আলী মারা যান। তবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজহারুল হক বলেন, আগের ঘটনার জেরে দুই গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. জামিল খান আজকের পত্রিকাকে বলেন, ‘দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় আক্কেল আলী নামের একজন নিহত হয়েছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর উত্তরা পূর্ব থানায় শিলা আক্তার নামের এক নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ২৭১ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলার ১৬৫ নম্বর আসামি গাজীপুর মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ হোসেন বকুল। তিনি অভিযোগ করেছেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
১ ঘণ্টা আগেমাটির বুদ্ধ। সাধারণত মহামতি গৌতম বুদ্ধকে যে ধ্যানস্থ বসার ভঙ্গিতে দেখা যায়, এটি তেমন নয়। মাথা কাত করে এক পাশে হাতের দিকে এলিয়ে দেওয়া। আছে সুই–সুতা দিয়ে তৈরি করা বুদ্ধের চিত্র। ছাই দিয়েও আঁকা হয়েছে তাঁর ছবি।
১ ঘণ্টা আগেপাওনাদারদের ভয়ে আত্মগোপনে ছিলেন আবদুর রহিম। এর মধ্যে চট্টগ্রামের চাক্তাই খালে এক ব্যক্তির লাশ মিললে সেটি তাঁর বলে শনাক্ত করে দাফন করেন পরিবারের সদস্যরা। এবার সেই রহিমকে জীবিত খুঁজে পেয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চট্টগ্রামের সীমান্তবর্তী হওয়ায় আশপাশের আরও তিন উপজেলার রোগীরা এখানে ভিড় করেন। ৩১ শয্যার এই হাসপাতাল ২০২১ সালে ৫০ শয্যায় উত্তীর্ণ হলেও এখনো জনবল রয়ে গেছে আগের হিসাবেই। কিন্তু সেই অনুযায়ী ১০১ জন থাকার কথা থাকলেও কর্মরত আছেন ৫০ জন। ফলে জনবলসংকটে
১ ঘণ্টা আগে