Ajker Patrika

হোমনায় করিম হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
হোমনায় করিম হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লার হোমনায় আব্দুল করিম হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। আজ বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ–৩ আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. সেলিম মিয়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. মজনু মিয়া ও কবির মিয়া। রায় ঘোষণার সময় তাঁরা পলাতক ছিলেন। দুজনের বাড়ি কুমিল্লা হোমনা উপজেলার বাগমারা পশ্চিমপাড়া গ্রামে। 

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৮ জুলাই বিকেলে মজনু মিয়া এবং কবির মিয়া বাগমারা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল করিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাঁকে হত্যা করে তিতাস নদীর পূর্ব পাড়ে ফেলে দেয়। স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে ২ আগস্ট দুপুরে তাঁর লাশ খুঁজে পায়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে ৬ জন নাম উল্লেখ করে হোমনা থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. সেলিম মিয়া বলেন, চারজনের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর দুজন আসামিকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। রায়ের সময় আসামিরা পালাতক ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত