কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
দীর্ঘ ৫০ বছর পর জাতীয় গ্রিডের বিদ্যুৎ পেল সাগরকন্যা কুতুবদিয়ায়। প্রাথমিক ট্রায়ালে নেভাল কেব্লের মাধ্যমে গতকাল রাত ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত পরীক্ষামূলক এ বিদ্যুৎ সরবরাহ করা হয়।
উপজেলার ১ হাজার ২০০ গ্রাহকের মিটারে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে খুশিতে নানা আবেগ প্রকাশ করতে থাকেন দ্বীপের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সাগরকন্যা কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহের খবরটি।
এর আগে ২০২১-২২ অর্থবছরে পেকুয়ার মগনামা থেকে আড়াই কিলোমিটার চ্যানেল পাড়ি দিয়ে ডাবল লাইনে (ইন্টারনেটসহ) সমুদ্রের তলদেশে মাটির সাত ফুট নিচে নেভাল কেব্ল স্থাপন করে বড়ঘোপ মিয়ারঘোনায় সাবস্টেশন নির্মিত হয়। অভ্যন্তরীণ লাইন সংযোগে বিভিন্ন সড়কে অসংখ্য গাছ কর্তনসহ পিলার বসানো হয়। শতভাগ সরবরাহ নিশ্চিত করতে যদিও এখনো প্রায় ১০ ভাগ কাজ বাকি রয়েছে। গতকাল উপজেলা সদরে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করে করেছে প্রকল্পটি।
এদিকে সাবমেরিন কেব্ল দিয়ে বিদ্যুৎ সরবরাহ দেখতে আসেন কুতুবদিয়া-মহেশখালী সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে যাচ্ছেন। এটি দ্বীপবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন।’
প্রকল্পটির পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, ‘কুতুবদিয়ায় অভ্যন্তরীণ লাইন সংযোগে অধিকসংখ্যক গাছ কাটায় প্রয়োজনীয় কাজের কিছুটা ধীর গতি হয়েছে।’ তবে আগামী দেড় মাসের মধ্যে মিটার আবেদন ও সংযোগে শতভাগ সরবরাহ নিশ্চিতের আশা করেন তিনি।
এ ছাড়া আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ তাহের।
এ সময় কুতুবদিয়া বিউবির আবাসিক প্রকৌশলী আবুল হাসনাতসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দীর্ঘ ৫০ বছর পর জাতীয় গ্রিডের বিদ্যুৎ পেল সাগরকন্যা কুতুবদিয়ায়। প্রাথমিক ট্রায়ালে নেভাল কেব্লের মাধ্যমে গতকাল রাত ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত পরীক্ষামূলক এ বিদ্যুৎ সরবরাহ করা হয়।
উপজেলার ১ হাজার ২০০ গ্রাহকের মিটারে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে খুশিতে নানা আবেগ প্রকাশ করতে থাকেন দ্বীপের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সাগরকন্যা কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহের খবরটি।
এর আগে ২০২১-২২ অর্থবছরে পেকুয়ার মগনামা থেকে আড়াই কিলোমিটার চ্যানেল পাড়ি দিয়ে ডাবল লাইনে (ইন্টারনেটসহ) সমুদ্রের তলদেশে মাটির সাত ফুট নিচে নেভাল কেব্ল স্থাপন করে বড়ঘোপ মিয়ারঘোনায় সাবস্টেশন নির্মিত হয়। অভ্যন্তরীণ লাইন সংযোগে বিভিন্ন সড়কে অসংখ্য গাছ কর্তনসহ পিলার বসানো হয়। শতভাগ সরবরাহ নিশ্চিত করতে যদিও এখনো প্রায় ১০ ভাগ কাজ বাকি রয়েছে। গতকাল উপজেলা সদরে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করে করেছে প্রকল্পটি।
এদিকে সাবমেরিন কেব্ল দিয়ে বিদ্যুৎ সরবরাহ দেখতে আসেন কুতুবদিয়া-মহেশখালী সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে যাচ্ছেন। এটি দ্বীপবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন।’
প্রকল্পটির পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, ‘কুতুবদিয়ায় অভ্যন্তরীণ লাইন সংযোগে অধিকসংখ্যক গাছ কাটায় প্রয়োজনীয় কাজের কিছুটা ধীর গতি হয়েছে।’ তবে আগামী দেড় মাসের মধ্যে মিটার আবেদন ও সংযোগে শতভাগ সরবরাহ নিশ্চিতের আশা করেন তিনি।
এ ছাড়া আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ তাহের।
এ সময় কুতুবদিয়া বিউবির আবাসিক প্রকৌশলী আবুল হাসনাতসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
১ ঘণ্টা আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে বজ্রপাতে মোছা. রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ছাড়া ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব সব সময় থাকবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে