Ajker Patrika

ফেনীতে ধান কাটার সময় বজ্রপাতে নিহত ১

ফেনী প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফেনীর ছাগলনাইয়ায় ধান কাটার সময় বজ্রপাতে মোহাম্মদ বেলাল হোসেন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) বিকেলে উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু বাদামতলী গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল হোসেন কিছুদিন ধরে ছাগলনাইয়া ও আশপাশ এলাকায় দিনমজুরের কাজ করছিলেন। আজও পশ্চিম দেবপুর গ্রামের মোহাম্মদ করিম হোসেনের জমিনে ধান কাটার কাজ করেন। এ সময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে শুরু হয় বৃষ্টি। পরে আকস্মিক বজ্রপাতে তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহত শ্রমিকের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত