নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বিজ্ঞাপনে পার্বত্য জেলা বান্দরবানকে নেতিবাচকভাবে উপস্থাপন করায় ইউনিলিভারের একটি বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার ইউনিলিভারের তাজা চা-এর বিজ্ঞাপনের প্রচার বন্ধ করতে সব টেলিভিশন এবং জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনগুলোকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে তথ্য অধিদপ্তর।
সেখানে বলা হয়েছে, ‘আমার কাজটি করে না দিলে তোমাকে ওভার নাইট বান্দরবান পাঠিয়ে দিব’ বিজ্ঞাপনে বান্দরবান জেলা খারাপ জায়গা, দুর্গম এলাকা, বসবাসের অনুপযুক্ত ইত্যাদি চিহ্নিত হওয়ায় এ ধরনের বিজ্ঞাপন প্রচার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হলো।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এই বিজ্ঞাপনের প্রচার বন্ধের সুপারিশ করা হয় বলে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, `বিজ্ঞাপনটি মূলত টিভিতে প্রচারের জন্য নির্মাণ করা হয়েছে। টিভির পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনেও এ ধরনের বিজ্ঞাপন প্রচার করা হয়। এ জন্য আমরা টিভি ও দৈনিক পত্রিকার অনলাইনগুলোকে এই বিজ্ঞাপন প্রচার না করার অনুরোধ জানিয়েছি।'
তথ্য অধিদপ্তরের চিঠিতে বিজ্ঞাপনের একটি বাক্য জুড়ে দেওয়া হলেও সেটি কোন কোম্পানির, তা বলা হয়নি। তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বিজ্ঞাপনটি ইউনিলিভারের তাজা চা-এর।
বিজ্ঞাপনে দেখা যায়, একজন ব্যক্তি তাঁর ভাতিজার চাকরির হচ্ছে কি না, সেই খোঁজ নিতে একটি অফিসে যান। এ সময় তিনি একজন নারী কর্মকর্তাকে সেই তথ্য জানাতে বলেন। কিন্তু ওই নারী কর্মকর্তা বিষয়টিকে গোপনীয় বলে জানানো যাবে না বলে জানান। এ সময় ওই ব্যক্তি বলেন, ‘আমার ভাতিজার চাকরি যদি না হয়, আপনারে ওভার নাইট বান্দরবান পাঠায় দেব।’
ঢাকা: বিজ্ঞাপনে পার্বত্য জেলা বান্দরবানকে নেতিবাচকভাবে উপস্থাপন করায় ইউনিলিভারের একটি বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার ইউনিলিভারের তাজা চা-এর বিজ্ঞাপনের প্রচার বন্ধ করতে সব টেলিভিশন এবং জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনগুলোকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে তথ্য অধিদপ্তর।
সেখানে বলা হয়েছে, ‘আমার কাজটি করে না দিলে তোমাকে ওভার নাইট বান্দরবান পাঠিয়ে দিব’ বিজ্ঞাপনে বান্দরবান জেলা খারাপ জায়গা, দুর্গম এলাকা, বসবাসের অনুপযুক্ত ইত্যাদি চিহ্নিত হওয়ায় এ ধরনের বিজ্ঞাপন প্রচার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হলো।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এই বিজ্ঞাপনের প্রচার বন্ধের সুপারিশ করা হয় বলে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, `বিজ্ঞাপনটি মূলত টিভিতে প্রচারের জন্য নির্মাণ করা হয়েছে। টিভির পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনেও এ ধরনের বিজ্ঞাপন প্রচার করা হয়। এ জন্য আমরা টিভি ও দৈনিক পত্রিকার অনলাইনগুলোকে এই বিজ্ঞাপন প্রচার না করার অনুরোধ জানিয়েছি।'
তথ্য অধিদপ্তরের চিঠিতে বিজ্ঞাপনের একটি বাক্য জুড়ে দেওয়া হলেও সেটি কোন কোম্পানির, তা বলা হয়নি। তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বিজ্ঞাপনটি ইউনিলিভারের তাজা চা-এর।
বিজ্ঞাপনে দেখা যায়, একজন ব্যক্তি তাঁর ভাতিজার চাকরির হচ্ছে কি না, সেই খোঁজ নিতে একটি অফিসে যান। এ সময় তিনি একজন নারী কর্মকর্তাকে সেই তথ্য জানাতে বলেন। কিন্তু ওই নারী কর্মকর্তা বিষয়টিকে গোপনীয় বলে জানানো যাবে না বলে জানান। এ সময় ওই ব্যক্তি বলেন, ‘আমার ভাতিজার চাকরি যদি না হয়, আপনারে ওভার নাইট বান্দরবান পাঠায় দেব।’
বরগুনার বঙ্গবন্ধু নৌকা জাদুঘর ভেঙে ফেলা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিএনপির নেতা-কর্মীরা এটি ভেঙে ফেলেন বলে জানা গেছে।
২৪ মিনিট আগেধর্ষণের শিকার নারীর মেডিকো-লিগ্যাল পরীক্ষার ক্ষেত্রে টু ফিঙ্গার টেস্ট নিষিদ্ধ করে রায় দিয়েছেন উচ্চ আদালত। কিন্তু দেশের বিভিন্ন স্থানে ফরেনসিক মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এবং মেডিকো-লিগ্যাল পরীক্ষার সঙ্গে যাঁরা কাজ করেন, তাঁদের অনেকেই এই রায় সম্পর্কে জানেন না। শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ মহিল
২৫ মিনিট আগেমৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধী নেতাদের বিষয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুনিয়ার জেলকে তাঁরা পরোয়া করেন না। তাঁদের নেতাদের ফাঁসির আদেশ হওয়ার পর তাঁরা বলতেন আলহামদুলিল্লাহ। ফাঁসির দড়ি তাঁদের কাছে জুতার ফিতার মতো। তাঁরা স্বেচ্ছায় ফাঁসির তক্তায় গিয়ে দাঁড়াতেন।
২৮ মিনিট আগেনারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৯ জন যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে। এই ঘটনায় কোনো নিখোঁজ নেই বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে