Ajker Patrika

চকরিয়ায় বাইককে সাইড দিতে গিয়ে বাস উল্টে খাদে, নিহত ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ২১: ২৯
চকরিয়ায় বাইককে সাইড দিতে গিয়ে বাস উল্টে খাদে, নিহত ২

বেপরোয়া গতির মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন–চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলার নয়াপাড়া গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মোহাম্মদ রায়হান (১৯) ও হারবাং ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ জিসান (২৪)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাসটি ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। 

অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতির মোটরসাইকেলটি সঙ্গে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহীসহ বাসের চারজন যাত্রী গুরুতর আহত হন। 

তাঁদের মধ্যে মোটরসাইকেল আরোহী রায়হান ও আরেক যাত্রী জিসান সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে মারা যান। আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। 
 
এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাকসুদ আহমদ বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত