কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদরের খুরুশকুলে পুলিশের উপস্থিতি দেখে পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা পাননি ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বাবুল। তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সোমবার দুপুরে খুরুশকুল তেতৈয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, সদর উপজেলার খুরুশকুল ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় তেতৈয়া এলাকার মৃত আমির হামজার ছেলে আবু বক্কর সিদ্দিক বাবুল একটি নারী ও শিশু নির্যাতন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। ইউপি সদস্য এলাকায় অবস্থান করছেন খবর পেয়ে তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তেতৈয়া এলাকায় অবস্থিত একটি বড় পুকুরে ঝাঁপ দেন আবু বক্কর সিদ্দিক বাবুল। পরে পুকুরের অপর প্রান্ত থেকে উঠে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ইউপি সদস্য বাবুলের পুকুরে ঝাঁপ দেওয়ার একটি ভিডিও বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, পুকুরে ঝাঁপ দিয়ে অপর প্রান্ত থেকে ওঠার চেষ্টা করেন ইউপি সদস্য। ওই প্রান্তেও পুলিশ তাঁকে ধরতে গেলে তিনি পুলিশের উদ্দেশে চিৎকার করেন এবং শপথ করে বলতে থাকেন, দুদিন আগে তাঁর মা মারা গেছেন, আগামীকাল মঙ্গলবার তাঁর মায়ের মৃত্যু উপলক্ষে মেজবানের আয়োজন করা হয়েছে। এই এক দিন তাঁকে গ্রেপ্তার না করার জন্য হাতজোড় করে আকুতি জানান।
গ্রেপ্তার পর ইউপি সদস্যকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান। তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
কক্সবাজার সদরের খুরুশকুলে পুলিশের উপস্থিতি দেখে পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা পাননি ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বাবুল। তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সোমবার দুপুরে খুরুশকুল তেতৈয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, সদর উপজেলার খুরুশকুল ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় তেতৈয়া এলাকার মৃত আমির হামজার ছেলে আবু বক্কর সিদ্দিক বাবুল একটি নারী ও শিশু নির্যাতন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। ইউপি সদস্য এলাকায় অবস্থান করছেন খবর পেয়ে তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তেতৈয়া এলাকায় অবস্থিত একটি বড় পুকুরে ঝাঁপ দেন আবু বক্কর সিদ্দিক বাবুল। পরে পুকুরের অপর প্রান্ত থেকে উঠে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ইউপি সদস্য বাবুলের পুকুরে ঝাঁপ দেওয়ার একটি ভিডিও বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, পুকুরে ঝাঁপ দিয়ে অপর প্রান্ত থেকে ওঠার চেষ্টা করেন ইউপি সদস্য। ওই প্রান্তেও পুলিশ তাঁকে ধরতে গেলে তিনি পুলিশের উদ্দেশে চিৎকার করেন এবং শপথ করে বলতে থাকেন, দুদিন আগে তাঁর মা মারা গেছেন, আগামীকাল মঙ্গলবার তাঁর মায়ের মৃত্যু উপলক্ষে মেজবানের আয়োজন করা হয়েছে। এই এক দিন তাঁকে গ্রেপ্তার না করার জন্য হাতজোড় করে আকুতি জানান।
গ্রেপ্তার পর ইউপি সদস্যকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান। তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
হায়দার আলী ভবনের সামনে হাজারো মানুষ, তিন পাশে শিক্ষার্থীদের মানবদেয়াল। দূর থেকে হাজার চোখ উঁকি দিচ্ছে ভবনের দিকে। প্রশিক্ষণ বিমানের আঘাতে এফোঁড়-ওফোঁড় হওয়া ভবনের বিশাল জায়গাজুড়ে দেয়ালে ক্ষত। মেঝের নিচে বিশাল গর্ত। সেই গর্তে জমে রয়েছে পানি। ভবনটির সামনে ছড়ানো-ছিটানো শিক্ষার্থীদের পোড়া বই, লেখা...
১৫ মিনিট আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি একাডেমিক ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রশিক্ষণে নিরাপত্তাঝুঁকি এড়াতে ঢাকার বাইরের এয়ারফিল্ডগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, ঢাকার বাইরে পড়ে থাকা ছয়টি এয়ারফিল্ড সামরিক প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হলে...
২১ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে আহত ও নিহতদের একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ও মৃতদের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মোট ৬৭ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ২৯ জন মৃত্যুবরণ করেছেন।
২৬ মিনিট আগে২০২০ সালে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদীটি খনন করে নাব্যতা ফিরিয়ে আনা হয়। কিন্তু এখন আবার সেই নদীতেই চলছে বেপরোয়া বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, টোক ইউনিয়ন বিএনপির সদস্য আবু বকর সিদ্দিক কিরণ, মনোহরদী আওয়ামী লীগ নেতা কাজল মৃধা এবং যুবদল নেতা জহিরুল ইসলাম মিলে অন্তত ৩০–৩৫ জন প্রভাবশালীকে...
৩৩ মিনিট আগে