Ajker Patrika

বৃষ্টির দিনেও লকডাউন বাস্তবায়নে উখিয়ায় তৎপর প্রশাসন

প্রতিনিধি, (উখিয়া) কক্সবাজার
আপডেট : ০৩ জুলাই ২০২১, ১১: ২০
বৃষ্টির দিনেও লকডাউন বাস্তবায়নে উখিয়ায় তৎপর প্রশাসন

করোনাভাইরাসের সংক্রমণে সাত দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে ছিল উখিয়ার উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দিনভর বৃষ্টিতেও বিধিনিষেধ কার্যকর করতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ছিল সমন্বিত তৎপরতা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়কে চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এ সময় বিধিনিষেধ অমান্যের অপরাধে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অর্থদণ্ড করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, দ্বিতীয় দিনে তিনটি পৃথক অভিযানে ২৯ মামলায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও মানুষকে ২৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে প্রথম দিন ১০ মামলায় ১৪ জনকে ৪ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, সরকারঘোষিত বিধিনিষেধ কঠোরভাবে কার্যকর করতে মাঠে থাকবে প্রশাসন। এ লক্ষ্যে চলমান অভিযান অব্যাহত থাকবে।

লকডাউনের কারণে বিপাকে পড়া কর্মহীন মানুষদের সরকারি সহায়তা দেওয়া হবে জানিয়ে ইউএনও বলেন, প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় লকডাউনে কর্মহীন মানুষদের পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসহায়তা। লকডাউনের প্রথম দিন জরুরি সেবা ৩৩৩-এ কল করা উপজেলার তিনজনকে এ সহায়তা দেওয়া হয়েছে।

এদিকে সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই উপজেলার সড়কগুলো প্রথম দিনের তুলনায় অনেকটা ফাঁকা ছিল। বেশির ভাগ সড়কই ছিল সুনসান।

মোড়ে মোড়ে বসানো ছিল তল্লাশিচৌকি। যারা সুনির্দিষ্ট কারণ দেখাতে পারছে নাম তাদের পড়তে হয়েছে বাধার মুখে।

উখিয়া থানার ওসি সঞ্জুর মোরশেদ বলেন, কক্সবাজার–টেকনাফ মহাসড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখতে উপজেলার প্রবেশদ্বার মরিচ্যা, কোটবাজার, সোনারপাড়ায় বসানো হয়েছে চেকপোস্ট।

জরুরি পরিষেবা ছাড়া উপজেলায় বন্ধ সব ধরনের যানবাহন। খোলেনি দোকানপাট, শপিং মল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত