Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষুব্ধ কারাবন্দীরা, আত্মহত্যার হুমকি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষুব্ধ কারাবন্দীরা, আত্মহত্যার হুমকি

ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের আদালত বর্জন অব্যাহত রয়েছে। দুই বিচারকের অপসারণ এবং এক নাজিরের বিচারের দাবিতে তাঁরা আদালত বর্জন করছেন। এ অবস্থায় জামিন না পেয়ে আজ বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করেছেন হাজতিরা। জামিন না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক হাজতী। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। গত ৭ ফেব্রুয়ারি নতুন করে আদালত বর্জনের ঘোষণা দেন আইনজীবীরা।

আজ ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে ও হাজতে কারাবন্দীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে বিকেলে তাঁদের জেলখানায় নিয়ে যাওয়া হয়। তখন কাভার্ড ভ্যানে আইনজীবীদের বিরুদ্ধে নানান স্লোগান দেন কারাবন্দীরা। এ সময় মোস্তাফা মিয়া নামের এক হাজতি চিৎকার করে বলেন, ‘আমাকে মুক্ত করুন। তিন মাস ধরে একটি তুচ্ছ মামলায় কারাগারে আছি। আদালতে বিভিন্ন সময় তোলা হয়। কিন্তু শুধু উকিলের কারণে আবেদন করতে না পারায় জামিন হয়নি।’ এ সময় তিনি আত্মহত্যার হুমকি দেন। 

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে ৬৯ জন হাজতি নিয়ে একটি প্রিজন ভ্যান জেলা কারাগার থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ফটকে যান। সেখানে ভ্যান থেকে নামার সময় আইনজীবীদের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। এ সময় তাঁদের উগ্রআচরণ করতে দেখা যায়। পরে পুলিশ তাঁদের শান্ত করে হাজতে প্রবেশ করান। হাজতেও তাঁরা স্লোগান দিতে থাকেন। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী কানন আজকের পত্রিকাকে বলেন, ‘এটি পেশকারদের উসকানি। তাঁরাই কারাবন্দীদের উত্তেজিত করেছেন।’ 

এ ব্যাপারে আদালতের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘জামিন চাওয়া বিচারপ্রার্থীদের আইনগত অধিকার। যদি কোনো বিচারপ্রার্থী আইন সম্পর্কে অবগত থাকেন, তিনি নিজেই জামিনের আবেদন করতে পারবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত