ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের আদালত বর্জন অব্যাহত রয়েছে। দুই বিচারকের অপসারণ এবং এক নাজিরের বিচারের দাবিতে তাঁরা আদালত বর্জন করছেন। এ অবস্থায় জামিন না পেয়ে আজ বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করেছেন হাজতিরা। জামিন না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক হাজতী। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। গত ৭ ফেব্রুয়ারি নতুন করে আদালত বর্জনের ঘোষণা দেন আইনজীবীরা।
আজ ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে ও হাজতে কারাবন্দীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে বিকেলে তাঁদের জেলখানায় নিয়ে যাওয়া হয়। তখন কাভার্ড ভ্যানে আইনজীবীদের বিরুদ্ধে নানান স্লোগান দেন কারাবন্দীরা। এ সময় মোস্তাফা মিয়া নামের এক হাজতি চিৎকার করে বলেন, ‘আমাকে মুক্ত করুন। তিন মাস ধরে একটি তুচ্ছ মামলায় কারাগারে আছি। আদালতে বিভিন্ন সময় তোলা হয়। কিন্তু শুধু উকিলের কারণে আবেদন করতে না পারায় জামিন হয়নি।’ এ সময় তিনি আত্মহত্যার হুমকি দেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে ৬৯ জন হাজতি নিয়ে একটি প্রিজন ভ্যান জেলা কারাগার থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ফটকে যান। সেখানে ভ্যান থেকে নামার সময় আইনজীবীদের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। এ সময় তাঁদের উগ্রআচরণ করতে দেখা যায়। পরে পুলিশ তাঁদের শান্ত করে হাজতে প্রবেশ করান। হাজতেও তাঁরা স্লোগান দিতে থাকেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী কানন আজকের পত্রিকাকে বলেন, ‘এটি পেশকারদের উসকানি। তাঁরাই কারাবন্দীদের উত্তেজিত করেছেন।’
এ ব্যাপারে আদালতের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘জামিন চাওয়া বিচারপ্রার্থীদের আইনগত অধিকার। যদি কোনো বিচারপ্রার্থী আইন সম্পর্কে অবগত থাকেন, তিনি নিজেই জামিনের আবেদন করতে পারবেন।’
ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের আদালত বর্জন অব্যাহত রয়েছে। দুই বিচারকের অপসারণ এবং এক নাজিরের বিচারের দাবিতে তাঁরা আদালত বর্জন করছেন। এ অবস্থায় জামিন না পেয়ে আজ বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করেছেন হাজতিরা। জামিন না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক হাজতী। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। গত ৭ ফেব্রুয়ারি নতুন করে আদালত বর্জনের ঘোষণা দেন আইনজীবীরা।
আজ ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে ও হাজতে কারাবন্দীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে বিকেলে তাঁদের জেলখানায় নিয়ে যাওয়া হয়। তখন কাভার্ড ভ্যানে আইনজীবীদের বিরুদ্ধে নানান স্লোগান দেন কারাবন্দীরা। এ সময় মোস্তাফা মিয়া নামের এক হাজতি চিৎকার করে বলেন, ‘আমাকে মুক্ত করুন। তিন মাস ধরে একটি তুচ্ছ মামলায় কারাগারে আছি। আদালতে বিভিন্ন সময় তোলা হয়। কিন্তু শুধু উকিলের কারণে আবেদন করতে না পারায় জামিন হয়নি।’ এ সময় তিনি আত্মহত্যার হুমকি দেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে ৬৯ জন হাজতি নিয়ে একটি প্রিজন ভ্যান জেলা কারাগার থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ফটকে যান। সেখানে ভ্যান থেকে নামার সময় আইনজীবীদের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। এ সময় তাঁদের উগ্রআচরণ করতে দেখা যায়। পরে পুলিশ তাঁদের শান্ত করে হাজতে প্রবেশ করান। হাজতেও তাঁরা স্লোগান দিতে থাকেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী কানন আজকের পত্রিকাকে বলেন, ‘এটি পেশকারদের উসকানি। তাঁরাই কারাবন্দীদের উত্তেজিত করেছেন।’
এ ব্যাপারে আদালতের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘জামিন চাওয়া বিচারপ্রার্থীদের আইনগত অধিকার। যদি কোনো বিচারপ্রার্থী আইন সম্পর্কে অবগত থাকেন, তিনি নিজেই জামিনের আবেদন করতে পারবেন।’
দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে কৃষকের কৃষিজমি দখল করে চাতাল ও গুদাম নির্মাণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। জমিটি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন জোনাব আলী নামের ওই কৃষক।
২ মিনিট আগেসিলেট বিভাগে ফেব্রুয়ারি মাসে ৩২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৩২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৪৪ জন। আজ মঙ্গলবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
৪ মিনিট আগেবরিশালের মুলাদীতে নানার সঙ্গে আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরকুতুবপুর গ্রামের ভূঁইয়ার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মুলাদী, বরিশাল জেলা, বরিশাল বিভাগ, জেলার খবর, নিখোঁজ
৮ মিনিট আগেবগুড়ার শেরপুরে আওয়ামী লীগের এক নেতার বাড়ি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এটি পরিকল্পিত নাশকতা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ঘাসুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভস্মীভূত বাড়ির মালিক আবু বক্কর সিদ্দিক।
৯ মিনিট আগে