Ajker Patrika

গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে গণপিটুনিতে নিহত ‘১০ মামলার আসামি’

নোয়াখালী প্রতিনিধি
গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে গণপিটুনিতে নিহত ‘১০ মামলার আসামি’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে চোর সন্দেহে গণপিটুনিতে মোশারফ হোসেন (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে রামপুরের মালয়েশিয়া প্রবাসী সাইফুদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী।

জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা নিহত মোশারফ হোসেন (৪৩)। তাঁর বিরুদ্ধে নোয়াখালী ও ফেনীর বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে পুলিশের দাবি। 

ওসি প্রণব চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পুলিশ ও এলাকাবাসী বলছে, রামপুরের মালয়েশিয়া প্রবাসী সাইফুদ্দিনের পরিবারের লোকজন সেনবাগে তাদের আত্মীয়ের বাড়িতে ছিলেন। এই সুযোগে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে চুরি করতে ২ থেকে ৩ জন সিঁধ কেটে তাঁর ঘরে প্রবেশ করে। পাশের ঘরে থাকা জুনায়েদ নামের এক ব্যক্তি বিষয়টি টের পেয়ে সাইফুদ্দিনের বড় ভাই বাহার উদ্দিন মিজানকে মোবাইলে জানায়। 

তিনি ঘরের সামনে এলে লোকজনের উপস্থিতি টের পেয়ে চোরের দল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোশারফ হোসেনকে ধরে ফেলেন মিজান। এ সময় তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে মিজানের শরীরে ছুরি দিয়ে আঘাত করেন মোশারফ। মিজানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মোশারফকে বেঁধে পিটুনি দিলে ঘটনাস্থলে মারা যায় তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত