Ajker Patrika

জুতায় লুকিয়ে ১৬ স্বর্ণের বার পাচারের চেষ্টা, সীতাকুণ্ডে একজন গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
জুতায় লুকিয়ে ১৬ স্বর্ণের বার পাচারের চেষ্টা, সীতাকুণ্ডে একজন গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে জুতার ভেতর লুকিয়ে স্বর্ণের বার পাচারের সময় সুজন কান্তি দাশ (৩৮) নামে এক চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর শনিবার রাতেই উদ্ধার করা ১৬টি স্বর্ণের বারসহ সুজনকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় ডিবির ওসি নুর আহমদ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার সুজন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউপির ৯ নম্বর ওয়ার্ড উত্তর ঢেমশা গ্রামের মৃত নরেশ চন্দ্র দাশের ছেলে।

চট্টগ্রাম জেলা বিশেষ শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ চোরাচালানের খবর পেয়ে গতকাল শনিবার বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় একটি কনভেনশন হলের সামনে অবস্থান নেয় তাঁরা। এ সময় ঢাকামুখী সড়কে চেক পোস্ট বসিয়ে তল্লাশির সময় চট্টগ্রামের দামপাড়া থেকে ছেড়ে আসা ঢাকামুখী সোহাগ এলিট পরিবহনের যাত্রীবাহী বাস থামতে সংকেত দেন। পরে বাসের জে-৪ সিটে বসা যাত্রীকে তল্লাশি করা হয়। একপর্যায়ে তিনি স্বর্ণ রাখার কথা স্বীকার করে তা কোথায় আছে দেখিয়ে দেন। স্বীকারোক্তির পর তাঁর দুই পায়ের জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক দাম এক কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা।

ওসি নুর আহমদ আরও জানান, গ্রেপ্তার চোরাচালানকারী এসব স্বর্ণ বিদেশ থেকে আমদানি করা দাবি করলেও তার স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেনি। সরকারি শুল্ক কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে অবৈধভাবে আমদানি করে এসব স্বর্ণ অধিক মূল্যে বিক্রি করতে তিনি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। বিকেলে অভিযান চালালেও উদ্ধার করা স্বর্ণগুলো আসল কি না এবং বৈধ কোনো কাগজপত্র রয়েছে কি না তা যাচাই করতে অনেক সময় লেগে যায়। এসব যাচাই-বাছাই শেষে উদ্ধার করা স্বর্ণের বারসহ চোরাচালানকারীকে শনিবার রাতে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তার বিরুদ্ধে তিনি বাদী হয়ে মামলা দায়ের করেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, ১৬টি বারসহ স্বর্ণ চোরাচালান চক্রের এক সদস্যকে গ্রেপ্তারের পর সীতাকুণ্ড থানায় হস্তান্তর করেছে ডিবি। এ ঘটনায় ডিবির ওসি বাদী হয়ে স্বর্ণ চোরাচালানের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত