চাঁদপুর প্রতিনিধি
নিষিদ্ধ সময়ে মাছ আহরণ থেকে বিরত থাকা নিবন্ধিত ৪৩ হাজার ৭৭৫ জন নিবন্ধিত জেলের মাঝে খাদ্যসহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। প্রজনন রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
আজ বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনা নদীর পশ্চিমে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে ২ হাজার ৪৩৭ জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে সরকারি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতা–কর্মীরা।
সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সরকারি নির্দেশনার আলোকে ১১ থেকে ১৩ অক্টোবরের মধ্যে এসব বরাদ্দকৃত চাল বিতরণ করার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি ও প্রেক্ষাপটে অনেক ইউনিয়নের জনপ্রতিনিধি উপস্থিত না থাকায় খাদ্যগুদাম থেকে চাল উত্তোলনসহ বিতরণ কার্যক্রম বিলম্ব হয়।
জেলা মৎস্য অফিসের জরিপ কর্মকর্তা ফারহানা আক্তার রুমা জানান, জেলায় ৪৭ হাজার ১৫৩ জন নিবন্ধিত জেলে থাকলেও বিজিএফ বরাদ্দ এসেছে ৪৩ হাজার ৭৭৫ জনের। এর মধ্যে মতলব উত্তর উপজেলায় ৮ হাজার ২১৭ জন, মতলব দক্ষিণে ৫ হাজার ৩১৮, সদর উপজেলায় ১৯ হাজার ৯৮৪ এবং হাইমচর উপজেলায় ১০ হাজার ২৫৬ জনের জন্য ২৫ কেজি করে ১ হাজার ৯৪ টন ৩৭৫ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
নিষিদ্ধ সময়ে মাছ আহরণ থেকে বিরত থাকা নিবন্ধিত ৪৩ হাজার ৭৭৫ জন নিবন্ধিত জেলের মাঝে খাদ্যসহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। প্রজনন রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
আজ বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনা নদীর পশ্চিমে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে ২ হাজার ৪৩৭ জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে সরকারি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতা–কর্মীরা।
সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সরকারি নির্দেশনার আলোকে ১১ থেকে ১৩ অক্টোবরের মধ্যে এসব বরাদ্দকৃত চাল বিতরণ করার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি ও প্রেক্ষাপটে অনেক ইউনিয়নের জনপ্রতিনিধি উপস্থিত না থাকায় খাদ্যগুদাম থেকে চাল উত্তোলনসহ বিতরণ কার্যক্রম বিলম্ব হয়।
জেলা মৎস্য অফিসের জরিপ কর্মকর্তা ফারহানা আক্তার রুমা জানান, জেলায় ৪৭ হাজার ১৫৩ জন নিবন্ধিত জেলে থাকলেও বিজিএফ বরাদ্দ এসেছে ৪৩ হাজার ৭৭৫ জনের। এর মধ্যে মতলব উত্তর উপজেলায় ৮ হাজার ২১৭ জন, মতলব দক্ষিণে ৫ হাজার ৩১৮, সদর উপজেলায় ১৯ হাজার ৯৮৪ এবং হাইমচর উপজেলায় ১০ হাজার ২৫৬ জনের জন্য ২৫ কেজি করে ১ হাজার ৯৪ টন ৩৭৫ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চান্দাইকোনা নাগপাড়া এলাকার নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩ মিনিট আগেশনিবার রাতে জেলা শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে আটকের সময় আট জোড়া হাতকড়া, কারারক্ষীদের ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, শীতের জ্যাকেটসহ ১০ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
৫ মিনিট আগেজনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাঁকে কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসে।
৩৭ মিনিট আগে‘জীবনে কখনো এমন বিকট শব্দ শুনিনি আমি। মনে হলো একসঙ্গে ৩০-৪০টি বজ্রপাত হলো।’ এভাবেই স্কুলভবনের ওপর বিমান বিধ্বস্ত হওয়ার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বর্ণনা করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১৮ বছর বয়সী শিক্ষার্থী আহনাফ বিন হাসান।
৪৪ মিনিট আগে