Ajker Patrika

ছাগলনাইয়ায় মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক আটক

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৮: ২৩
ছাগলনাইয়ায় মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক আটক

ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের সাত মন্দির সড়কে একটি মাদ্রাসার হেফজখানার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার দুপুরে থানায় অভিযোগ দেওয়ার পর ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার বেলা দেড়টার দিকে ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতনের শিকার ছাত্রের বাবা। পরে বেলা ২টার দিকে অভিযুক্ত শিক্ষক আবু বক্কর সিদ্দিককে (২১) আটক করে পুলিশ। তিনি পশ্চিম ছাগলনাইয়া সাতবাড়ী সড়কের মারকাজুল তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষক।

ওই ছাত্রের বাবা বলেন, মাদ্রাসার হেফজখানার শিক্ষক আবু বক্কর সিদ্দিক প্রায় দুই মাস ধরে তাঁর ছেলেকে নির্যাতন করে আসছিলেন। কিন্তু তাঁর ছেলে ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। সবশেষ ১ অক্টোবর সকালে ডেকে নিয়ে ওই শিক্ষক আবারও নির্যাতন করেন। তাতে তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়ে। পরে বাসায় গিয়ে প্রথমে তার মাকে বিষয়টি জানায়। বিষয়টি মাদ্রাসাপ্রধানকে জানালে তিনি কোনো ব্যবস্থা নেননি। ফলে নিরুপায় হয়ে তিনি থানায় মামলা করেন।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নাঈম বলেন, ‘ঘটনা সত্য নাকি মিথ্যা তা পুলিশ তদন্ত করে বের করবে।’

এ বিষয়ে জানতে চাইলে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পেয়ে আসামি আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত