কুমিল্লা প্রতিনিধি
‘আমার মেয়ের কী অপরাধ ছিল। আমার মেয়ে ভালো ছাত্রী ছিল, মেধাবী ছিল, আমার মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ছিল, এটাই কি তার অপরাধ? গত বছর আমার স্বামীকে হারিয়েছি। আজ মেয়েকে হারালাম। আমি মেয়ের হত্যাকারীদের বিচার চাই।’ কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকার মাধ্যমে এসব প্রশ্ন রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার মা তাহমিনা শবনম।
মায়ের দাবি—অবন্তিকার বাবার মৃত্যুর আগেও মেয়েকে হয়রানি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো প্রতিকার পাননি তাঁরা।
তাহমিনা শবনম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়টি আমি চেয়ারম্যানকে জানিয়েছি। প্রক্টরকে জানিয়েছি কোনো প্রতিকার পাইনি। যে মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট হয়, সে কীভাবে আত্মহত্যা করার চিন্তা করে। সে মেয়ে জিডি পাইলটে টিকেছে (বেসামরিক পাইলট)। যে অল রাউন্ডার ও অল স্কয়ার হিসেবে জিডি পাইলটে টিকেছে, সে কেন আত্মহত্যা করে?’
মানসিকভাবে হয়রানি করে অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে। তাঁর মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দাবি করেছেন পরিবার, স্বজনেরাসহ এলাকাবাসী।
গতকাল শুক্রবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় তাঁর কুমিল্লার বাগিচাগাঁওয়ের বাসা থেকে। কুমিল্লা সদর হাসপাতালে নেওয়ার পরে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়।
তাঁরই এক সহপাঠী ও সহকারী প্রক্টরের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আনুমানিক এক ঘণ্টা পরই তাঁর মরদেহ উদ্ধার হয়। স্ট্যাটাসে তাঁর মৃত্যুর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও তাঁর সহপাঠী আম্মান সিদ্দিকিকে দায়ী করা হয়।
অবন্তিকা কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন।
অবন্তিকার ভাই জারিফ জাওয়াদ অপূর্ব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও তার সহপাঠী আম্মান সিদ্দিকি আমার বোনকে বিভিন্ন সময় টিজ করে। বাজে আচরণ করে, মানসিক নির্যাতন করে। এ নিয়ে আমার বোন সব সময় বিষণ্নতায় থাকত।’
অপূর্ব আরও বলেন, ‘ঘটনার দিন আপুর রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ পাইনি। পরে পেছনের দেয়াল টপকে জানালা দিয়ে দেখি, আপু ফ্যানের সাথে ঝুলছিল। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করি।’
অবন্তিকার কুমিল্লার বন্ধু সাইফ বাবু, হাসান জানান, অবন্তিকার বাবা তাঁদের শিক্ষক ছিলেন। অবন্তিকার বাবার কাছে পড়তে গিয়ে বিষয়টি জেনেছিলেন তাঁরা। তিনি জীবিত থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়ে জানিয়েছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উল্টো হয়রানির মাত্রা বেড়ে গিয়েছিল। মেধাবী অবন্তিকা মানসিকভাবে শক্ত ছিলেন। তাঁর এই আত্মহত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত। দোষীদের সর্বোচ্চ শাস্তিও দাবি করেছেন তাঁরাও।
এদিকে অবন্তিকার আত্মহত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তারসহ বিচারের দাবিতে আজ শনিবার দুপুরে কুমিল্লায় মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
এই সম্পর্কিত আরও পড়ুন:
‘আমার মেয়ের কী অপরাধ ছিল। আমার মেয়ে ভালো ছাত্রী ছিল, মেধাবী ছিল, আমার মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ছিল, এটাই কি তার অপরাধ? গত বছর আমার স্বামীকে হারিয়েছি। আজ মেয়েকে হারালাম। আমি মেয়ের হত্যাকারীদের বিচার চাই।’ কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকার মাধ্যমে এসব প্রশ্ন রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার মা তাহমিনা শবনম।
মায়ের দাবি—অবন্তিকার বাবার মৃত্যুর আগেও মেয়েকে হয়রানি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো প্রতিকার পাননি তাঁরা।
তাহমিনা শবনম আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়টি আমি চেয়ারম্যানকে জানিয়েছি। প্রক্টরকে জানিয়েছি কোনো প্রতিকার পাইনি। যে মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট হয়, সে কীভাবে আত্মহত্যা করার চিন্তা করে। সে মেয়ে জিডি পাইলটে টিকেছে (বেসামরিক পাইলট)। যে অল রাউন্ডার ও অল স্কয়ার হিসেবে জিডি পাইলটে টিকেছে, সে কেন আত্মহত্যা করে?’
মানসিকভাবে হয়রানি করে অবন্তিকাকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে। তাঁর মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দাবি করেছেন পরিবার, স্বজনেরাসহ এলাকাবাসী।
গতকাল শুক্রবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় তাঁর কুমিল্লার বাগিচাগাঁওয়ের বাসা থেকে। কুমিল্লা সদর হাসপাতালে নেওয়ার পরে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়।
তাঁরই এক সহপাঠী ও সহকারী প্রক্টরের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আনুমানিক এক ঘণ্টা পরই তাঁর মরদেহ উদ্ধার হয়। স্ট্যাটাসে তাঁর মৃত্যুর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও তাঁর সহপাঠী আম্মান সিদ্দিকিকে দায়ী করা হয়।
অবন্তিকা কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন।
অবন্তিকার ভাই জারিফ জাওয়াদ অপূর্ব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও তার সহপাঠী আম্মান সিদ্দিকি আমার বোনকে বিভিন্ন সময় টিজ করে। বাজে আচরণ করে, মানসিক নির্যাতন করে। এ নিয়ে আমার বোন সব সময় বিষণ্নতায় থাকত।’
অপূর্ব আরও বলেন, ‘ঘটনার দিন আপুর রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ পাইনি। পরে পেছনের দেয়াল টপকে জানালা দিয়ে দেখি, আপু ফ্যানের সাথে ঝুলছিল। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করি।’
অবন্তিকার কুমিল্লার বন্ধু সাইফ বাবু, হাসান জানান, অবন্তিকার বাবা তাঁদের শিক্ষক ছিলেন। অবন্তিকার বাবার কাছে পড়তে গিয়ে বিষয়টি জেনেছিলেন তাঁরা। তিনি জীবিত থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়ে জানিয়েছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উল্টো হয়রানির মাত্রা বেড়ে গিয়েছিল। মেধাবী অবন্তিকা মানসিকভাবে শক্ত ছিলেন। তাঁর এই আত্মহত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত। দোষীদের সর্বোচ্চ শাস্তিও দাবি করেছেন তাঁরাও।
এদিকে অবন্তিকার আত্মহত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তারসহ বিচারের দাবিতে আজ শনিবার দুপুরে কুমিল্লায় মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
এই সম্পর্কিত আরও পড়ুন:
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২৮ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩০ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে