Ajker Patrika

রাঙামাটিতে বাসা থেকে বিচারকের স্ত্রীর মরদেহ উদ্ধার

রাঙামাটি সংবাদদাতা
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১০: ৫৮
রাঙামাটি শহরের শহরের আলম ডক ইয়ার্ডের একটি বাসা থেকে গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে। ছবি: আজকের পত্রিকা
রাঙামাটি শহরের শহরের আলম ডক ইয়ার্ডের একটি বাসা থেকে গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটি শহরের একটি বাসা থেকে মুহাইমিনা ইসলাম উর্মি (২৯) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রায়হান চৌধুরীর স্ত্রী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের আলম ডক ইয়ার্ডের ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলম ডক ইয়ার্ডের একটি ভবনের ষষ্ঠতলার ভাড়া বাসায় স্ত্রী, দুই শিশুসন্তান ও মাকে নিয়ে বসবাস করছেন রায়হান চৌধুরী। স্থানীয় লোকজন গতকাল সন্ধ্যায় ওই ভবনের সামনে হঠাৎ পুলিশের গাড়ি দেখতে পায়। পরে তারা জানতে পারে, ওই ভবনের বাসিন্দা এক বিচারকের স্ত্রী আত্মহত্যা করেছেন। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করতে এসেছে।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আলম ডক ইয়ার্ডে এক বিচারকের স্ত্রী আত্মহত্যা করেছেন এমন খবর পেয়েই পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসি। ঘরে প্রবেশ করে দেখি, মেঝেতে ওই বিচারকের স্ত্রীর মরদেহ পড়ে আছে, সিলিং ফ্যানের সঙ্গে ওড়না ঝুলছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত