Ajker Patrika

মধ্যপাড়া খনিশ্রমিকদের ধর্মঘট, পাথর উৎপাদন বন্ধ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট শুরু করেছেন মধ্যপাড়া পাথর খনিশ্রমিকেরা। আজ বুধবার সকাল ৭টা থেকে খনির প্রধান ফটকে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন তাঁরা। ছবি: আজকের পত্রিকা
অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট শুরু করেছেন মধ্যপাড়া পাথর খনিশ্রমিকেরা। আজ বুধবার সকাল ৭টা থেকে খনির প্রধান ফটকে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন তাঁরা। ছবি: আজকের পত্রিকা

‘প্রোডাকশন প্রফিট বোনাস’সহ চাকরিচ্যুত শ্রমিকদের কাজে বহালের দাবিতে দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের মধ্যপাড়া খনিতে পাথর উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট শুরু করেছেন খনিশ্রমিকেরা। আজ বুধবার (২ জুলাই) সকাল ৭টা থেকে খনির প্রধান ফটকে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকেরা।

জানা গেছে, মধ্যপাড়া কঠিন শিলা খনিতে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) দীর্ঘদিন ধরে প্রতিদিন তিন শিফটে শ্রমিকদের মাধ্যমে পাথর উত্তোলনের কাজ পরিচালনা করে আসছে। চলতি বছরের মে মাসে কর্তৃপক্ষের দেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পাথর উৎপাদন করেন শ্রমিকেরা। তবে লক্ষ্যমাত্রা অর্জিত হলেও ‘প্রোডাকশন প্রফিট বোনাস’ না দেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক হলেও কোনো সমাধান না হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ে। এ বিষয়ে প্রতিবাদ করায় খনির ব্লাস্টার শফিকুল ইসলাম, লং ড্রিল অপারেটর রফিকুল ইসলাম, অপারেটর ওমর আলী ও জুনিয়র হেলপার হাসান আলীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরই প্রতিবাদে ও প্রোডাকশন প্রফিট বোনাসের দাবিতে এই আন্দোলন শুরু করেছেন শ্রমিকেরা।

আন্দোলনরত খনিশ্রমিক সোলাইমান ইসলামসহ চাকরিচ্যুত খনিশ্রমিকদের ভাষ্য, ‘আমরা লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পাথর উৎপাদন করেছি। লক্ষ্যমাত্রা অর্জিত হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের প্রোডাকশন প্রফিট বোনাস দিচ্ছে না। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় আমাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, সেই সঙ্গে চাকরি থেকে অব্যাহতি পাওয়া শ্রমিকদের পুনরায় চাকরিতে বহালের দাবি জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’

এদিকে মধ্যপাড়া পাথর খনির উপমহাব্যবস্থাপক সৈয়দ রফিজুল ইসলাম জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে সকাল থেকে খনির পাথর উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাথর বিক্রিসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তিনি জানান, শ্রমিকেরা সরাসরি পেট্রোবাংলার অধীনে নয়, তাঁরা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করেন। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সমাধানের চেষ্টা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুরাদনগরে বাড়ি ঘেরাও করে মা-ছেলেসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

যৌতুকের জন্য নির্যাতনের শিকার নারীরা সব ক্ষেত্রে সরাসরি মামলা করতে পারবেন না

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত: পেন্টাগন

চাচাকে বিয়ে করতে না পেরে ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করলেন নববধূ

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত