Ajker Patrika

নাইক্ষ‍্যংছড়িতে বিদেশি সিগারেটসহ ৪ যুবক আটক 

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
নাইক্ষ‍্যংছড়িতে বিদেশি সিগারেটসহ ৪ যুবক আটক 

নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুমে ২ হাজার প্যাকেট বিদেশি সিগারেট এবং ২টি সিএনজিসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘুমধুম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়াস্হ মেম্বারঘাটা রাসেল বড়ুয়ার দোকানের সামনে থেকে এসব জব্দ করা হয়। 
 
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এ সময় ২টি সন্দেহজনক সিএনজি তল্লাশি করে ২ হাজার প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করা হয়। এ সময় ঘুমধুম ইউনিয়নের সিএনজি চালক হারুনুর রশিদ (২৫), একই এলাকার সিএনজি চালক মন্জুর (২৭), তৌহিদুল ইসলাম ইমরান (২১) ও কক্সবাজারের সরোয়ার কামালকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

উল্লেখ্য নাইক্ষ‍্যংছড়ি উপজেলার সব চেয়ে বেশি মিয়ানমার থেকে চোরাই পথে আসা বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ বিভিন্ন ব্রান্ডের সিগারেট উদ্ধার হচ্ছে ঘুমধুম এলাকা থেকে। তবে সংশ্লিষ্ট প্রশাসন অবৈধ মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রেখেছে বলে সূত্রে জানা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত