Ajker Patrika

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবিদাওয়ার বিরুদ্ধে শেকৃবির শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৮: ৪৪
খামারবাড়ির গেটের সামনে শেকৃবির শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
খামারবাড়ির গেটের সামনে শেকৃবির শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মূল গেট বন্ধ করে দিয়েছিলেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ডিএই অবরুদ্ধ রাখেন পাঁচ শতাধিক শিক্ষার্থী। এ সময় ডিএইর অনেক কর্মকর্তা অফিসে ঢুকতে পারেননি। পরে ডিএইর মহাপরিচালকের (ডিজি) সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থীদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল কৃষি উপদেষ্টার সঙ্গে দেখা করার পরিপ্রেক্ষিতে বেলা ৩টার দিকে অবস্থান থেকে সরে যান ডিপ্লোমা শিক্ষার্থীরা। তবে উপদেষ্টার সঙ্গে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সেটা জানা যায়নি।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গাড়িতে খামারবাড়ির সামনে এসে নামে। তাঁরা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

কৃষি ডিপ্লোমাবিরোধী মিছিলে অংশ নেওয়া শেকৃবির আবু রায়হান আজকের পত্রিকাকে বলেন, ‘ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, তাই আমরা বিরোধিতা করছি।’ পরে শেকৃবির শিক্ষার্থীরা ডিএইর ডিজির কাছে ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির বিপরীতে নিজেদের পাঁচ দফা দাবি তুলে ধরেন।

দুপুরে শেকৃবির একদল শিক্ষার্থী যখন খামারবাড়ির বাইরের রাস্তায় স্লোগান দিচ্ছে, একই সময় খামারবাড়ির ভেতরে দাবি আদায়ে অবস্থান জারি রেখেছিলেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। তখন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে খামারবাড়ির গেটে অবস্থান নিয়েছিলেন বিপুলসংখ্যক সেনাবাহিনী ও পুলিশ সদস্য।

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা জানিয়েছেন, উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবিতে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের অংশ হিসেবে সারা দেশের কৃষিসংশ্লিষ্ট অফিসগুলোতে অ্যাগ্রি ব্লকেড কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।

ডিপ্লোমা শিক্ষার্থীদের অন্যতম নেতা রায়হান উদ্দিন শামীম বলেন, ‘বর্তমানে এই বিপুলসংখ্যক শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ আর হতাশা বিরাজমান। কারণ, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা চরম বৈষম্যের শিকার।’

বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. মুরাদুল হাসান বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীদের অধিকাংশ দাবি ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে মেনে নেওয়া হয়েছে। তারপরও তারা খামারবাড়ি অবরুদ্ধ করেছে। দুপুরের পর কৃষি ডিপ্লোমার ২০ জন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছি। পরে তাদের দাবির পরিপ্রেক্ষিতে পাঁচ সদস্যের প্রতিনিধিদলকে কৃষি উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।’

জানা গেছে, কৃষিতে দক্ষ জনশক্তি তৈরি করার জন্য বাংলাদেশে সরকারি ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ ২৬০টি বেসরকারি কৃষি কলেজ রয়েছে, যেখানে কৃষিতে চার বছরের ডিপ্লোমা কোর্সে অধ্যয়ন করা হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মিলিয়ে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী রয়েছে।

আন্দোলনকারী ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবিগুলো হলো—ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকসংকট দূর করতে হবে।

বাকি দাবিগুলো হলো—কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে। সব কৃষি গবেষণাপ্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে। ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত