Ajker Patrika

কাপ্তাইয়ে আরও ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৯: ২৬
কাপ্তাইয়ে আরও ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর

রাঙামাটির কাপ্তাই উপজেলার আরও ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর। কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের দুর্গম মৈদংপাড়া, সীতা পাহাড়সহ বিভিন্ন এলাকায় ২২টি এবং ৩ নং চিৎমরম ইউনিয়নের দুর্গম এলাকায় ১৮টিসহ সর্বমোট ৪০টি মাচাং ঘর নির্মাণাধীন আছে।

আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে উপকারভোগীদের হাতে ঘরগুলো হস্তান্তর করা সম্ভব হতে পারে বলে আশা করছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন, ‘পাহাড়ের পরিবেশ ও প্রকৃতি বিবেচনা করে পাহাড়ি মাচাং ঘরের আদলে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে আমরা প্রতিটি ঘরের অগ্রগতি পরিদর্শন করে দেখতে পেয়েছি নির্ধারিত ডিজাইন অনুযায়ী ঘরগুলো সম্পূর্ণ হচ্ছে। এ সময় উপকারভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’

উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্পের আওতায় ইতিমধ্যে কাপ্তাই উপজেলায় প্রথম থেকে পঞ্চম পর্যায়ের প্রথম ধাপ পর্যন্ত ১২৪টি ঘর উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত