কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ায় বিদেশি জাহাজে চুরির প্রস্তুতির অভিযোগে আটক ১৭ জনকে জেলে বলে দাবি করেছেন তাঁদের সহকর্মীরা। তাঁরা এ আটকের প্রতিবাদে মানববন্ধন করেছেন।
আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করে অমজাখালী বোট মালিক সমিতি ও মাঝিমাল্লা সমিতি।
বিদেশি জাহাজের মালপত্র চুরির প্রস্তুতি নিচ্ছে, এমন অভিযোগে সাগরে টহলরত নৌবাহিনীর সদস্যরা গত বুধবার ১৭ জনকে আটক করে পতেঙ্গা থানায় হস্তান্তর করেন। তাঁদের মধ্যে আছেন উপজেলার বড়ঘোপ দক্ষিণ অমজাখালীর আব্দু শুক্কুরের মালিকানাধীন এফবি আল্লাহ মালিক ফিশিং বোটের সাতজন, একই এলাকার আলতাজ হোসেনের এফবি মায়ের দোয়া ফিশিং বোটের সাতজন এবং কৈয়ারবিলের একটি টেম্পো বোটের তিনজন জেলে।
এর প্রতিবাদে আজ বেলা ১১টার দিকে ৫ শতাধিক জেলে ও তাঁদের পরিবারের সদস্যরা মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেন। এ সময় কুতুবদিয়া মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম, ছাত্রনেতা আলী ওসমান, মাহমুদুল করিম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা দাবি করেন, আটক জেলেরা নিরীহ মৎস্যজীবী। তাঁদের বিরুদ্ধে চুরি, ডাকাতির মতো কোনো অভিযোগ নেই। তাঁরা নিবন্ধিত ও জেলে সমিতির সদস্য। তাঁদের অন্যায়ভাবে আটক করা হয়েছে। বক্তারা অবিলম্বে আটক ১৭ জেলের মুক্তি দাবি করেন।
সংবাদ সম্মেলন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
কক্সবাজারের কুতুবদিয়ায় বিদেশি জাহাজে চুরির প্রস্তুতির অভিযোগে আটক ১৭ জনকে জেলে বলে দাবি করেছেন তাঁদের সহকর্মীরা। তাঁরা এ আটকের প্রতিবাদে মানববন্ধন করেছেন।
আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করে অমজাখালী বোট মালিক সমিতি ও মাঝিমাল্লা সমিতি।
বিদেশি জাহাজের মালপত্র চুরির প্রস্তুতি নিচ্ছে, এমন অভিযোগে সাগরে টহলরত নৌবাহিনীর সদস্যরা গত বুধবার ১৭ জনকে আটক করে পতেঙ্গা থানায় হস্তান্তর করেন। তাঁদের মধ্যে আছেন উপজেলার বড়ঘোপ দক্ষিণ অমজাখালীর আব্দু শুক্কুরের মালিকানাধীন এফবি আল্লাহ মালিক ফিশিং বোটের সাতজন, একই এলাকার আলতাজ হোসেনের এফবি মায়ের দোয়া ফিশিং বোটের সাতজন এবং কৈয়ারবিলের একটি টেম্পো বোটের তিনজন জেলে।
এর প্রতিবাদে আজ বেলা ১১টার দিকে ৫ শতাধিক জেলে ও তাঁদের পরিবারের সদস্যরা মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেন। এ সময় কুতুবদিয়া মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম, ছাত্রনেতা আলী ওসমান, মাহমুদুল করিম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা দাবি করেন, আটক জেলেরা নিরীহ মৎস্যজীবী। তাঁদের বিরুদ্ধে চুরি, ডাকাতির মতো কোনো অভিযোগ নেই। তাঁরা নিবন্ধিত ও জেলে সমিতির সদস্য। তাঁদের অন্যায়ভাবে আটক করা হয়েছে। বক্তারা অবিলম্বে আটক ১৭ জেলের মুক্তি দাবি করেন।
সংবাদ সম্মেলন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
হায়দার আলী ভবনের সামনে হাজারো মানুষ, তিন পাশে শিক্ষার্থীদের মানবদেয়াল। দূর থেকে হাজার চোখ উঁকি দিচ্ছে ভবনের দিকে। প্রশিক্ষণ বিমানের আঘাতে এফোঁড়-ওফোঁড় হওয়া ভবনের বিশাল জায়গাজুড়ে দেয়ালে ক্ষত। মেঝের নিচে বিশাল গর্ত। সেই গর্তে জমে রয়েছে পানি। ভবনটির সামনে ছড়ানো-ছিটানো শিক্ষার্থীদের পোড়া বই, লেখা...
১ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি একাডেমিক ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রশিক্ষণে নিরাপত্তাঝুঁকি এড়াতে ঢাকার বাইরের এয়ারফিল্ডগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, ঢাকার বাইরে পড়ে থাকা ছয়টি এয়ারফিল্ড সামরিক প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হলে...
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে আহত ও নিহতদের একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ও মৃতদের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মোট ৬৭ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ২৯ জন মৃত্যুবরণ করেছেন।
১ ঘণ্টা আগে২০২০ সালে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদীটি খনন করে নাব্যতা ফিরিয়ে আনা হয়। কিন্তু এখন আবার সেই নদীতেই চলছে বেপরোয়া বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, টোক ইউনিয়ন বিএনপির সদস্য আবু বকর সিদ্দিক কিরণ, মনোহরদী আওয়ামী লীগ নেতা কাজল মৃধা এবং যুবদল নেতা জহিরুল ইসলাম মিলে অন্তত ৩০–৩৫ জন প্রভাবশালীকে...
১ ঘণ্টা আগে