Ajker Patrika

পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুট

নোয়াখালী প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে এক বিধবা নারীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে সন্তানসহ ওই নারীকে জিম্মি করেছে লুটের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মলঙ্গী বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় একদল দুর্বৃত্ত ঘর থেকে ৬টি মোবাইল, ২ ভরি স্বর্ণ, নগদ ৪০ হাজার টাকা, ৮ পিচ শাড়ি, ১টি কম্বল, কসমেটিকস সামগ্রী ও ১ কার্টন খেজুর লুট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, লতিফপুর গ্রামের মলঙ্গী বাড়ির শাহনাজ আক্তারের (৪৫) স্বামী মারা যাওয়ায় এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে নিজের বসত ঘরে থাকেন তিনি। বৃহস্পতিবার রাতে খাওয়ার পর নিজেদের কক্ষে সবাই ঘুমিয়ে পড়েন।

পরে রাত ৩টার দিকে অজ্ঞাত ৮-১০ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত পাকা ঘরের প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ঘরে থাকা শাহনাজ ও তাঁর সন্তানদের অস্ত্রে মুখে জিম্মি করে ঘরে লুটপাট চালায়।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত