রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মা ও আরেক ভাইকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শুক্রবার বিকেলে উপজেলার শিলক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মাইজপাড়া গ্রামের চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় অভিযুক্ত বড় ভাই ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ছোট ভাই মোহাম্মদ ইলিয়াছ (৩২)। এই বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আহতরা হলেন ওই এলাকার মৃত নুরুল আমিনের স্ত্রী খাইরা বেগম (৭০), তাঁর চতুর্থ ছেলে আনোয়ারুল ইসলাম (৩৫) ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী নাজনিন আক্তার (২০)।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে আনোয়ারুলের সঙ্গে তাঁর বড় ভাই নজরুল ইসলাম (৪০) এবং সামশুল আলমের (৪২) বিরোধ চলে আসছে। এই নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সালিসি হলেও তাঁরা বিচার না মেনে ওঠে যায়।
গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে সীমানা প্রাচীরের একটি টিন সরানোকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি ও ঝগড়া হয়। সেই জের ধরে আজ আবারও ঝগড়া হয়। একপর্যায়ে দা দিয়ে মা খাইরা বেগমের ওপর হামলা চালায় নজরুল। এ সময় তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগমও (৩২) খাইরা বেগমকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন।
খাইরা বেগমকে রক্ষা করতে আরেক ছেলে আনোয়ারুল এগিয়ে এলে তাঁকেও উপর্যুপরি দা দিয়ে আঘাত করা হয়। তাঁদের চিৎকারে আনোয়ারুলের স্ত্রী নাজনিন আক্তার এগিয়ে এলে তাঁকেও নজরুল ও জ্যোৎস্না লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সরেজমিন গেলে অভিযুক্তদের ঘরে কাউকে পাওয়া যায়নি। অভিযুক্তদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে তাঁরা পলাতক বলে জানান প্রতিবেশীরা।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ সময় তাঁদের পাওয়া যায়নি। অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। এই ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মা ও আরেক ভাইকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শুক্রবার বিকেলে উপজেলার শিলক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মাইজপাড়া গ্রামের চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় অভিযুক্ত বড় ভাই ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ছোট ভাই মোহাম্মদ ইলিয়াছ (৩২)। এই বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আহতরা হলেন ওই এলাকার মৃত নুরুল আমিনের স্ত্রী খাইরা বেগম (৭০), তাঁর চতুর্থ ছেলে আনোয়ারুল ইসলাম (৩৫) ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী নাজনিন আক্তার (২০)।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে আনোয়ারুলের সঙ্গে তাঁর বড় ভাই নজরুল ইসলাম (৪০) এবং সামশুল আলমের (৪২) বিরোধ চলে আসছে। এই নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সালিসি হলেও তাঁরা বিচার না মেনে ওঠে যায়।
গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে সীমানা প্রাচীরের একটি টিন সরানোকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি ও ঝগড়া হয়। সেই জের ধরে আজ আবারও ঝগড়া হয়। একপর্যায়ে দা দিয়ে মা খাইরা বেগমের ওপর হামলা চালায় নজরুল। এ সময় তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগমও (৩২) খাইরা বেগমকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন।
খাইরা বেগমকে রক্ষা করতে আরেক ছেলে আনোয়ারুল এগিয়ে এলে তাঁকেও উপর্যুপরি দা দিয়ে আঘাত করা হয়। তাঁদের চিৎকারে আনোয়ারুলের স্ত্রী নাজনিন আক্তার এগিয়ে এলে তাঁকেও নজরুল ও জ্যোৎস্না লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সরেজমিন গেলে অভিযুক্তদের ঘরে কাউকে পাওয়া যায়নি। অভিযুক্তদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে তাঁরা পলাতক বলে জানান প্রতিবেশীরা।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ সময় তাঁদের পাওয়া যায়নি। অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। এই ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের দুটি সাবরেজিস্ট্রি অফিস। গাজীপুর সদর ও গাজীপুর যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। নিয়ম অনুযায়ী প্রতিবছর অডিট করার কথা থাকলেও ১০ বছর ধরে অফিস দুটি অডিট হয় না বলেও অভিযোগ পাওয়া গেছে। দুদকের অভিযানেও উঠে এসেছে অভিযোগের সত্যতা।
৪ ঘণ্টা আগেটাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। বাড়ছে কৃষি ও পরিবেশ বিপর্যয়। এতে স্থানীয় বাসিন্দারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছে অসাধু চক্রটি। তবে এ নিয়ে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা
৫ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপদের শত কোটি টাকার জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ খাবার হোটেল। এগুলো ট্রাক হোটেল নামে পরিচিত। আর এই হোটেল ব্যবসার আড়ালে মাদকের কারবার চলছে বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত কলেজছাত্রী লামিয়া আক্তার ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
৭ ঘণ্টা আগে