Ajker Patrika

কক্সবাজারে পর্যটকদের জন্য বিআরটিসির ছাদখোলা বাস 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ২০: ৫৪
কক্সবাজারে পর্যটকদের জন্য বিআরটিসির ছাদখোলা বাস 

কক্সবাজারের মেরিন ড্রাইভে পর্যটকদের জন্য বিআরটিসির ছাদখোলা বাস চালু করা হয়েছে। আজ বুধবার সকালে শহরের লাবণি পয়েন্ট থেকে এ বাসের যাত্রা শুরু হয়।

বিআরটিসি কর্মকর্তারা জানান, মেরিন ড্রাইভের ৮০ কিলোমিটার সড়কে পর্যটকদের ঘুরে বেড়ানোর জন্য জেলা প্রশাসনের উদ্যোগে এ দুটি ছাদখোলা বাস চালু করা হয়। আপাতত এ রুটে দুটি ছাদখোলা টুরিস্ট বাস চলবে। একটি বাস গিয়ে থামবে রেজুখাল পয়েন্টে।

এরপর সেখান থেকে আরেকটি বাস ইনানী হয়ে মেরিন ড্রাইভের কয়েকটি পয়েন্ট ভ্রমণের পর টেকনাফের সাবরাং পৌঁছাবে। পুরো দিন মেরিন ড্রাইভে কাটিয়ে সন্ধ্যা আবারও ছাদখোলা টুরিস্ট বাসে চড়ে ফিরে আসবে পর্যটকেরা।

কক্সবাজার মেরিন ড্রাইভে পর্যটকদের ছাদখোলা বাস। ছবি: আজকের পত্রিকা জানা গেছে, দেশের দক্ষিণ–পূর্বাঞ্চলে পাহাড় ও সমুদ্রের মাঝখানে গেছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ। এ পথে যেতে দেখা মিলে, বন্যপ্রাণী-পাখপাখালির হাঁকডাক, সমুদ্রের জলরাশিতে সারি সারি মাছ ধরার ট্রলার, ঝাউবন ও সামুদ্রিক প্রাণীর অবাধ বিচরণ। ৮০ কিলোমিটার সড়কে এ দৃশ্য দেশি-বিদেশি পর্যটকদের বিমোহিত করে। এ পথেই দেখা যাবে–দরিয়ানগর, হিমছড়ির জাতীয় উদ্যান, ছড়া ও ঝরনা। পাহাড়-সমুদ্রের এ মিতালি দেখতে এবার ছাদখোলা বাস পর্যটকদের জন্য অনন্য মাত্রা যোগ করবে।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ছাদখোলা টুরিস্ট বাসের যাত্রার মধ্য দিয়ে কক্সবাজারের পর্যটন শিল্প একধাপ এগিয়ে গেল। যাত্রীদের চাহিদা বিবেচনা করে আরও দুটি বাস চাল করার পরিকল্পনা রয়েছে। এই বাস চালুর ফলে পর্যটকেরা কম খরচে মেরিন ড্রাইভ ঘুরতে পারবে।’

তিনি বলেন, ‘বাসটিতে একদিনের প্যাকেজে জনপ্রতি খরচ হবে আপার ডেকে ৭০০ টাকা আর লোয়ার ডেকে ৬০০ টাকা। শহরের লাবণি, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে টিকিট কাউন্টার খোলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত