নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমসহ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিভিন্ন চৌকি পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত তিনি সীমান্তের বিভিন্ন পরিস্থিতি ও বিজিবির সদস্যদের সার্বিক বিষয়ের খোঁজ নেন।
বিজিবির মহাপরিচালক আজ সকাল ১০টা সীমান্ত পরিদর্শন কার্যক্রম শুরু করে দুপুরে ঘুমধুম ও তুমব্রু সীমান্ত চৌকি পরিদর্শন করেন। এ সময় তিনি ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীকে কর্নেল পদবির ব্যাজ পরিয়ে দেন। এরপর তিনি বাইশফাঁড়ি সীমান্ত চৌকিতে যান। সেখানে কিছুক্ষণ ব্যয় করে বেলা ৩টার দিকে তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা এলাকা পার হয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।
বিজিবির মহাপরিচালক সঙ্গে ছিলেন কক্সবাজারের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল এ এম এম খায়রুল কবীর, রামুর সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হোসাইন কবির, ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, লে. কর্নেল এস এম মাহবুবুল আলম খান, লে. কর্নেল তৌহিদুল ইসলাম, ক্যাপ্টেন মিরাজ প্রমুখ।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তে সর্বোচ্চ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা বিজিবির মহাপরিচালক। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়ন চান তিনি। এ ছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত থাকারও নির্দেশনা দেন এ কর্মকর্তা।
এ দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তে অন্য প্রান্তে নিকুছড়ি সীমান্ত চৌকি পরিদর্শন করেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। বিষয়টি নিশ্চিত করেন ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাহল আহমদ নোবেল।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমসহ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিভিন্ন চৌকি পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত তিনি সীমান্তের বিভিন্ন পরিস্থিতি ও বিজিবির সদস্যদের সার্বিক বিষয়ের খোঁজ নেন।
বিজিবির মহাপরিচালক আজ সকাল ১০টা সীমান্ত পরিদর্শন কার্যক্রম শুরু করে দুপুরে ঘুমধুম ও তুমব্রু সীমান্ত চৌকি পরিদর্শন করেন। এ সময় তিনি ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীকে কর্নেল পদবির ব্যাজ পরিয়ে দেন। এরপর তিনি বাইশফাঁড়ি সীমান্ত চৌকিতে যান। সেখানে কিছুক্ষণ ব্যয় করে বেলা ৩টার দিকে তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা এলাকা পার হয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।
বিজিবির মহাপরিচালক সঙ্গে ছিলেন কক্সবাজারের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল এ এম এম খায়রুল কবীর, রামুর সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হোসাইন কবির, ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, লে. কর্নেল এস এম মাহবুবুল আলম খান, লে. কর্নেল তৌহিদুল ইসলাম, ক্যাপ্টেন মিরাজ প্রমুখ।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তে সর্বোচ্চ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা বিজিবির মহাপরিচালক। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়ন চান তিনি। এ ছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত থাকারও নির্দেশনা দেন এ কর্মকর্তা।
এ দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তে অন্য প্রান্তে নিকুছড়ি সীমান্ত চৌকি পরিদর্শন করেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। বিষয়টি নিশ্চিত করেন ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাহল আহমদ নোবেল।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।
৪ মিনিট আগেঝটিকা মিছিলের ছবি দেখে খুলনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪০ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহম্মদ শাহনেওয়াজ।
৮ মিনিট আগেশেকৃবির আবু রায়হান বলেন, ‘ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, তাই আমরা বিরোধিতা করছি।’ পরে শেকৃবির শিক্ষার্থীরা ডিএইর ডিজির কাছে ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির বিপরীতে নিজেদের পাঁচ দফা দাবি তুলে ধরেন।
১৩ মিনিট আগেসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৪৮) নামের বাংলাদেশি এক গাড়িচালক নিহত হয়েছেন। আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মৃত এরশাদ মিজির ছেলে।
১৮ মিনিট আগে