চাঁদপুর প্রতিনিধি
ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নেমেছেন জেলেরা। তবে ইলিশ নয়, পাঙাশ পাওয়ায় আশায় সুতার গোল্টিজাল নিয়ে শত শত জেলে ছুটছেন নদীতে। নদীতে চাহিদার আকারের তুলনায় ইলিশ পাওয়া যাচ্ছে কম, পাশাপাশি দামও কম। বড় পাঙাশে লাভ বেশি জেলেদের। বড় আকারের পাঙাশ বিক্রি হচ্ছে ১০-১৫ হাজার টাকা।
আজ শুক্রবার সকাল ৭টায় চাঁদপুর সদর উপজেলার হরিণা মাছঘাটে গিয়ে দেখা গেল, অধিকাংশ আড়তেই বড় আকারের পাঙাশ মাছ। ইলিশ থাকলেও আকারে ছোট। বড় আকারের ইলিশ পাওয়া গেলে ডিম ছেড়ে দেওয়ায় মাছের ওজন এখন কম।
হরিণাঘাটে কিছু সময় অবস্থান করে দেখা গেছে, আড়তগুলোতে জেলেদের ধরে আনা ইলিশ চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষণা কাজে নিয়োজিত লোকজন ডিম ছাড়ার পরে মাছের আকার-আকৃতি পরীক্ষা করছেন। জেলেদের ধরে আনা বড় আকারের অধিকাংশ ইলিশের পেটে ডিম নেই। আবার অনেক ছোট আকারের ইলিশের পেটেও ডিম আছে। তবে বড় আকারের ইলিশের সংখ্যা কম।
সরকারি নিষেধাজ্ঞার কারণে হরিণা ফেরিঘাটের এই মৎস্য আড়ত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত বন্ধ ছিল। রাত ১২টার পর থেকে ইলিশসহ অন্যান্য মাছ কেনাবেচা শুরু হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
এই ঘাটের মৎস্য ব্যবসায়ী সেরাজুল শেখ বলেন, ভোর থেকেই জেলেরা আড়তে বেশির ভাগ পাঙাশ মাছ নিয়ে আসছেন। কোনো জেলে নিয়ে এসেছেন বাগাড়সহ অন্যান্য প্রজাতির মাছ। আইড় ও পাঙাশের দাম একই রকম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা। তবে পাঙাশ ছোট আকারের খুবই কম। প্রতিটি পাঙাশের ওজন ১০-১৫ কেজি।
ছোট নৌকা নিয়ে ভোর ৪টায় নদীতে নেমেছেন উত্তর হরিণা গ্রামের জেলে শরীফসহ আরও তিন জেলে। সকাল ৮টায় ঘাটে এসেছেন ইলিশ বিক্রি করতে। ৩ হালি ইলিশ বিক্রি করেছেন ১ হাজার ৪০০ টাকায়। তবে তাঁদের জ্বালানি খরচ হয়েছে প্রায় ৭০০ টাকা। দুপুরের পর আবার নামবেন।
গোল্টিজাল দিয়ে মাছ ধরেন সদরের হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের আল-আমিন ও জহির রাঢ়ী। আল-আমিন জানান, মধ্যরাতে তাঁরা নেমেছেন মেঘনায়। প্রতি নৌকায় কমপক্ষে ১০ জন জেলে থাকেন। একবার নদীতে নামলে খরচ হয় প্রায় ৩ হাজার টাকা। ইলিশ খুবই কম পাওয়া যায়। পাঙাশের আশায় নদীতে নেমেছেন। কারণ, গোল্টিজালে ইলিশ, পাঙাশসহ সব ধরনের মাছ পাওয়া যায়।
জহির রাঢ়ী বলেন, ‘অভিযানের সময় একশ্রেণির জেলে নিষেধাজ্ঞা মানেননি। তাঁরা অবাধে ইলিশ ধরেছেন। এখন অভিযান শেষ হওয়ায় হাজার হাজার জেলে নদীতে। ভাগ্য ভালো হলে ইলিশ কিংবা পাঙাশ—সবই পাওয়া যায়। মধ্যরাতে নেমেছি। আবার দুপুরের পরে নামা হবে।’
একই ধরনের কথা বলেন ওই গ্রামের জেলে খলিল গাজী ও হান্নান ছৈয়াল। সব জেলে এখন পাড়ে এসে জাল পরিষ্কার এবং পরে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন।
হরিণা ঘাটের মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম ছৈয়াল বলেন, ‘ভোর থেকেই আড়তে বসে আছি। আমার যেসব জেলে আছে, তারা এখনো আসেনি। তবে ইলিশের দাম বাড়েনি। এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। ছোট আকারের ইলিশের হালি ৫০০-৫৫০ টাকা। ৪০০ থেকে ৫০০ গ্রামের ইলিশ খুবই কম। ছোট ও বড় আকারের ইলিশই বেশি পাওয়া যাচ্ছে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, নদীতে পানি কমেছে। ২২ দিনের অভিযানও শেষ। কী পরিমাণ ইলিশ ডিম ছেড়েছে, তা মৎস্যবিজ্ঞানীদের গবেষণার তথ্য বের হলে জানা যাবে। তবে ইলিশ সারা বছরই ডিম ছাড়ে। জেলা টাস্কফোর্স ইলিশের ডিম ছাড়ার সুযোগ করে দেওয়ার জন্য ২২ দিন সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নেমেছেন জেলেরা। তবে ইলিশ নয়, পাঙাশ পাওয়ায় আশায় সুতার গোল্টিজাল নিয়ে শত শত জেলে ছুটছেন নদীতে। নদীতে চাহিদার আকারের তুলনায় ইলিশ পাওয়া যাচ্ছে কম, পাশাপাশি দামও কম। বড় পাঙাশে লাভ বেশি জেলেদের। বড় আকারের পাঙাশ বিক্রি হচ্ছে ১০-১৫ হাজার টাকা।
আজ শুক্রবার সকাল ৭টায় চাঁদপুর সদর উপজেলার হরিণা মাছঘাটে গিয়ে দেখা গেল, অধিকাংশ আড়তেই বড় আকারের পাঙাশ মাছ। ইলিশ থাকলেও আকারে ছোট। বড় আকারের ইলিশ পাওয়া গেলে ডিম ছেড়ে দেওয়ায় মাছের ওজন এখন কম।
হরিণাঘাটে কিছু সময় অবস্থান করে দেখা গেছে, আড়তগুলোতে জেলেদের ধরে আনা ইলিশ চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষণা কাজে নিয়োজিত লোকজন ডিম ছাড়ার পরে মাছের আকার-আকৃতি পরীক্ষা করছেন। জেলেদের ধরে আনা বড় আকারের অধিকাংশ ইলিশের পেটে ডিম নেই। আবার অনেক ছোট আকারের ইলিশের পেটেও ডিম আছে। তবে বড় আকারের ইলিশের সংখ্যা কম।
সরকারি নিষেধাজ্ঞার কারণে হরিণা ফেরিঘাটের এই মৎস্য আড়ত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত বন্ধ ছিল। রাত ১২টার পর থেকে ইলিশসহ অন্যান্য মাছ কেনাবেচা শুরু হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
এই ঘাটের মৎস্য ব্যবসায়ী সেরাজুল শেখ বলেন, ভোর থেকেই জেলেরা আড়তে বেশির ভাগ পাঙাশ মাছ নিয়ে আসছেন। কোনো জেলে নিয়ে এসেছেন বাগাড়সহ অন্যান্য প্রজাতির মাছ। আইড় ও পাঙাশের দাম একই রকম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা। তবে পাঙাশ ছোট আকারের খুবই কম। প্রতিটি পাঙাশের ওজন ১০-১৫ কেজি।
ছোট নৌকা নিয়ে ভোর ৪টায় নদীতে নেমেছেন উত্তর হরিণা গ্রামের জেলে শরীফসহ আরও তিন জেলে। সকাল ৮টায় ঘাটে এসেছেন ইলিশ বিক্রি করতে। ৩ হালি ইলিশ বিক্রি করেছেন ১ হাজার ৪০০ টাকায়। তবে তাঁদের জ্বালানি খরচ হয়েছে প্রায় ৭০০ টাকা। দুপুরের পর আবার নামবেন।
গোল্টিজাল দিয়ে মাছ ধরেন সদরের হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের আল-আমিন ও জহির রাঢ়ী। আল-আমিন জানান, মধ্যরাতে তাঁরা নেমেছেন মেঘনায়। প্রতি নৌকায় কমপক্ষে ১০ জন জেলে থাকেন। একবার নদীতে নামলে খরচ হয় প্রায় ৩ হাজার টাকা। ইলিশ খুবই কম পাওয়া যায়। পাঙাশের আশায় নদীতে নেমেছেন। কারণ, গোল্টিজালে ইলিশ, পাঙাশসহ সব ধরনের মাছ পাওয়া যায়।
জহির রাঢ়ী বলেন, ‘অভিযানের সময় একশ্রেণির জেলে নিষেধাজ্ঞা মানেননি। তাঁরা অবাধে ইলিশ ধরেছেন। এখন অভিযান শেষ হওয়ায় হাজার হাজার জেলে নদীতে। ভাগ্য ভালো হলে ইলিশ কিংবা পাঙাশ—সবই পাওয়া যায়। মধ্যরাতে নেমেছি। আবার দুপুরের পরে নামা হবে।’
একই ধরনের কথা বলেন ওই গ্রামের জেলে খলিল গাজী ও হান্নান ছৈয়াল। সব জেলে এখন পাড়ে এসে জাল পরিষ্কার এবং পরে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন।
হরিণা ঘাটের মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম ছৈয়াল বলেন, ‘ভোর থেকেই আড়তে বসে আছি। আমার যেসব জেলে আছে, তারা এখনো আসেনি। তবে ইলিশের দাম বাড়েনি। এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। ছোট আকারের ইলিশের হালি ৫০০-৫৫০ টাকা। ৪০০ থেকে ৫০০ গ্রামের ইলিশ খুবই কম। ছোট ও বড় আকারের ইলিশই বেশি পাওয়া যাচ্ছে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, নদীতে পানি কমেছে। ২২ দিনের অভিযানও শেষ। কী পরিমাণ ইলিশ ডিম ছেড়েছে, তা মৎস্যবিজ্ঞানীদের গবেষণার তথ্য বের হলে জানা যাবে। তবে ইলিশ সারা বছরই ডিম ছাড়ে। জেলা টাস্কফোর্স ইলিশের ডিম ছাড়ার সুযোগ করে দেওয়ার জন্য ২২ দিন সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
৬ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
৬ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
৬ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
৬ ঘণ্টা আগে