Ajker Patrika

কোম্পানীগঞ্জে সরকারি খাদ্য সহায়তার চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
কোম্পানীগঞ্জে সরকারি খাদ্য সহায়তার চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপকূলে সরকারি খাদ্য সহায়তার চাল না পাওয়ায় জেলেরা বিক্ষোভ করেছে। আজ বুধবার উপজেলার মুছাপুর  ইউনিয়নের চৌধুরী বাজারে জেলে পরিবারগুলো এ বিক্ষোভ করেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, নদীতে ইলিশ শিকারের নিষিদ্ধ সময়ে সরকার জেলেদের জন্য খাদ্য সহায়তা কার্ড প্রদান করে। মৎস অধিদপ্তর ও স্থানীয় ইউনিয়ন পরিষদ এসব জেলেদের শনাক্ত করে ৩৪০ জনকে কার্ড প্রদান নিশ্চিত করে। আজ অনেকেই সরকার প্রদত্ত কার্ড থাকার পরও খাদ্যশস্য (চাল) না পাওয়ায় ক্ষুদ্ধ হয়ে এ বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে এ জন্য দায়ী করেন।

এ বিষয়ে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিক্ষুদ্ধ জেলেদের অভিযোগ সত্য হলেও আমাদের কিছুই করার নেই। ৩৪০ জনের কার্ড থাকলেও ২৯০ জনের কার্ডের বিপরীতে সরকারের বরাদ্দ করা চাল পাওয়ায় মূধুমাত্র তাদেরকে  দেওয়া হয়েছে।’

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রণালয় থেকে বরাদ্দ কম আসায়, যারা ইলিশ ধরার সাথে সরাসরি সম্পৃক্ত শুধুমাত্র তাদেরকেই চাল দেওয়া হয়েছে। বরাদ্দ কম থাকায় অন্যদের দেওয়া সম্ভব হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত